প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় মুম্বাইয়ের ব্যান্দ্রায় বাড়ি ফেরার আশায় একসঙ্গে জড়ো হয় হাজারো শ্রমিক। এ নিয়ে দেশটির বিভিন্ন মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষোভ ঝাড়লেন অনেকেই। ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রীর দিদি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেন। যেখানে তিনি লেখেন, 'মোদীজির কাছে অনুরোধ করছি, যারা মরতে চান, তাদের থামাবেন না। কিন্তু ভাইরাস নিয়ে কেউ যাতে অন্য রাজ্য প্রবেশ করতে না পারেন, সেদিকে খেয়াল রাখুন।'
এতে শুরু সমালোচনার। কেউ কেউ রঙ্গোলির কথায় সমর্থন করে বলতে শুরু করেন, দিল্লির মতো মুম্বাইতে ছক কষে একসঙ্গে এত শ্রমিককে জড়ো করা হয়েছে। কেউ আবার বলতে শুরু করে, ব্যান্দ্রায় শ্রমিকদের জড়ো হওয়ার পিছনে কাজ করছে কোনও বড় মাথা। নির্দিষ্ট পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।
এদিকে ব্যান্দ্রার ঘটনায় শ্রমিকদের জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার রাতে বিনয় দুবে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।