বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন সূর্যি খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী।
আজ রোববার সকালে রাজশাহী নগরীর সাধুরমোড় এলাকার নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সূর্যি খাতুন ওই এলাকার মুজিবর রহমানের মেয়ে। তিনি পাশের খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এনিয়ে ওই ছাত্রীর পরিবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ তথ্য নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, খবর পেয়ে সকালে তারা ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই আব্দুল হাকিম জানান, তার বাবা পেশায় চায়ের দোকানি। দীর্ঘদিন ধরে বাবার কাছে মোবাইল ফোনের আবদার ছিলো তার। এনিয়ে শনিবার রাতে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। পরে নিজ শোবার ঘরে রাতে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি আজ রোববার সকালে টের পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।