Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বিমান বাহিনীর উদ্যোগে গরীব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইল সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১:৩৩ পিএম

টাঙ্গাইলের সখিপুর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের উদ্যোগে, ২৭০ জন অসহায় গরীব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, শাহীন কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় অসহায় গরীব-দুঃখীদের মাঝে ৫ কেজি চাল,০১ কেজি ডাল,০১ কেজি পেঁয়াজ, ০১ কেজি আলু, ০১টি সাবান ও ০১টি লেবু বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবির ভূঁইয়া BUP, ndc, nswc, aswc, psc, গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ- অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা, উইং কমান্ডার মোমেন- অধিনায়ক পরিচালন শাখা, উইং কমান্ডার গোলাম হোসেন- অধিনায়ক প্রশাসনিক শাখা এবং স্কোয়াড্রন লীডার দেলোয়ার হোছাইন অধিনায়ক- প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট।

এ সময় সামাজিক দূরত্ব মেনে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ