বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বড় গজনী এলাকা থেকে আজ রোববার সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও একটি গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, একটি তাজা গ্রেনেড, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং দুইটি ম্যাগাজিন।
গ্রেফতারকৃতর হচ্ছে ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার নরেন্দ্র সাংমার ছেলে সিষ্টো মারাক (৪০) ও জাকোব মারাকের ছেলে অনুকূল সাংমা (৫৫)। এরা দুইজনই অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল পৌনে দশটার দিকে বড় গজনী এলাকায় সিষ্টো মারাকের বাড়ীর আঙ্গিনার মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো ওই অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করে জব্দ করা হয়েছে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।