Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরের কালিরচর আশ্রয়ণ প্রকল্পে পৌঁছেনি সরকারি-বেসরকারি ত্রাণ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৯:৩৬ এএম | আপডেট : ১১:০৫ এএম, ১৫ এপ্রিল, ২০২০

লক্ষ্মীপুরের টুমচর ইউনিয়নের কালিরচর আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত ৯০টি পরিবারের সাড়ে ৪’শত বাসিন্দাদের জন্য এখনও সরকারি-বেসরকারি কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি। এতে নদী ভাঙা মানুষ কর্মহীন মানুষগুলি গৃহবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

গুচ্ছ গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভাব আমাদের নিত্যদিনের সঙ্গী, কখনও সরকারি- বেসরকারি সাহায্য সহযোগীতা আসেনা। পল্লীর অনেক নারী ভিক্ষা করতেন গ্রামে-গ্রামে। এখন কেউ আর ভিক্ষা দেয় না। মানুষের বাড়িতে গেলে মারধর করে।

টুমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নরুল আমিন লোলা বলেন, সীমিত বরাদ্দ তাই এ ত্রাণসামগ্রী বিতরণ করতে হিমশিম খেতে হয়। আশাকরি এবার গুচ্ছ গ্রামবাসীর মাঝে ত্রাণ পৌঁছানো হবে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল মুঠোফোনে বলেন, পর্যাপ্ত ত্রাণসামগ্রী আছে। খুব শীঘ্রহী ত্রাণ পৌঁছে যাবে।



 

Show all comments
  • রিপন ১৫ এপ্রিল, ২০২০, ১০:১৪ এএম says : 0
    দ্রুত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ