Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যা সৎ মামা আটক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৮:২৪ পিএম

কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে অর্পিতা দাস বৃষ্টি (১৪ ) নামে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার
করে এবং এঘটনায় পুলিশ স্কুল ছাত্রীর সৎ মামাকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাদিরপুর গ্রামে। সে খোকসা শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম গৌতম কুমার দাস।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার কাদিরপুর গ্রামের স্কুল ছাত্রী অর্পিত দাশ বৃষ্টি তার কক্ষে তালাবদ্ধ দেখে পরিবারের
লোকজনের সন্দেহ হয়। তারা ঘরের তালা ভেঙে ঘরের ভেতর বৃষ্টির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খোকসা থানার ওসি মজিবর রহমান জানান,মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্কুল ছাত্রীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ধারনা করা হচ্ছে হাতুড়ী জাতীয় কোন পদার্থ দিয়ে আঘাত করা হয়েছে। এঘটনায় কুমারখালী এলাকা থেকে নিহত স্কুল ছাত্রীর সৎ মামা প্রদীপকে আটক করা
হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ