Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুয়াকাটায় কর্মহীনদের খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা সোহাগ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৭:৫৮ পিএম

নভেল করোনাভাইরাসের প্রার্দুভাবে মানুষ যখন লকডাউনে ঘরে তখন কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী সহ-সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। কুয়াকাটা সমুদ্র উপকুলীয় এলাকা সহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার চরাঞ্চলের কর্মহীন দরিদ্র মানুষের কাছে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ১৪ এপ্রিল (মঙ্গলবার) নবম দিনে কুয়াকাটার মাইটভাঙ্গা,লক্ষির বাজার ও চাপলী বাজারে কর্মহীন ও দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।সরকারী জরুরী খাদ্য সহায়তার পাশাপাশি আজ নয় দিন যাবত কুয়াকাটা,মহিপুর,বাবলাতলা বাজার,বালিয়াতলী,নীলগঞ্জ,টিয়াখালী,ধানখালী,ধুলাসার,চম্পাপুর,পায়রা বন্দর ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী নিয়ে নিজ হাতে তুলে দিচ্ছেন কর্মহীন, দূস্থ্য ও অসহায় মানুষদের। এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাই এর আহবানে করোনায় কর্মহীন সাধারন মানুষের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। রাষ্টীয় নির্দেশনা মেনে করোনা ভাইরাসের এই মহামারি থেকে বাঁচতে দৈর্যসহকারে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, কলাপাড়া,রাঙ্গাবালী ও মহিপুর থানাধীন সমুদ্র এলাকার মানুষ কর্মহীন হয়ে পরায় খাদ্য সংকটের মধ্যে দিন পার করছে। তার সাধ্যের মধ্যে এসময়ে কর্মহীন এসব মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। সমাজের বিত্তবানদেরও কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান এই যুবলীগ নেতা।



 

Show all comments
  • ATAUR RAHMAN ১৪ এপ্রিল, ২০২০, ৮:৫৭ পিএম says : 0
    Good job & timely response from young responsible person. Good luck for Advocate Shohag.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ