Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায় যৌনকর্মীদের পাশে পরমব্রত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৬:৫১ পিএম

করোনা প্রাদুর্ভাবে ভারতজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা মানুষের দৈন্যদশা দিন দিন বাড়ছে। ঠিক এ অবস্থায় সমস্যায় পড়েছেন যৌনকর্মীরাও। এবার তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

প্রায় ১০ হাজার যৌনকর্মীর বাস কলকাতার সোনাগাছি অঞ্চলে। এদিন দুর্বার গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে নিজেই খাবারের সামগ্রী নিয়ে পৌঁছে যান অভিনেতা। পরে টুইট করে শেয়ার করেন নিজের অভিজ্ঞতা।

সেই ছবি পরমব্রত তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, সমাজের মানসিকতা এখনও বদলায়নি। অচ্ছুত, একঘরে করে দেওয়ার মানসিকতা সেই এখনও রয়েই গিয়েছে। এই লকডাউনে তা আরও ভালভাবে উপলব্ধি করলাম। এরা দৈনিক পারিশ্রমিকে কাজ করেন। কিন্তু লকডাউনে সমস্যায় পড়েছেন। তাই দুর্বারের সঙ্গে হাত মিলিয়ে শহরের সবচেয়ে বড় যৌনপল্লীর পরিবারের হাতে কিছুটা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করলাম।

আর সকলেই যদি সাধ্যমতো এভাবে ক্ষুদ্র প্রচেষ্টা করে, তাতে তো ক্ষতি নেই, বলেই মত পরমব্রতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ