Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটকে পড়া ৫০ জন অসহায় নারীর পাশে সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৫:২৭ পিএম

কখনও ফিল্ম ইন্ডাস্ট্রির দিন আনে দিন খায় মানুষকে সাহায্য করছেন, কখনও আবার দরিদ্রের সেবায় পাঠাচ্ছেন ত্রাণ। এভাবেই নিঃশব্দে একের পর এক সাহায্য করে চলেছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার মালেগাঁওয়ের ৫০ জন সহায় সম্বলহীন মহিলা শ্রমিকের দায়িত্ব নিলেন তিনি।

ভারতজুড়ে লকডাউন মুম্বইয়ের মালেগাঁওয়ে আটকে পড়েছেন প্রায় ৫০ জন মহিলা শ্রমিক। তাদের মধ্যেই একজন ফোন করে সালমানের অফিসে গোটা ঘটনাটি জানান। সিদ্ধান্ত নিতে দেরি করেননি অভিনেতা।

তিনি জানিয়ে দেন, মালেগাঁওয়ের ওই ৫০ মহিলা শ্রমিকের ভার তার। বিয়িং হিউম্যানের তরফ থেকে তাদের সাহায্য করা হবে।

এর আগে ইন্ডাস্ট্রির ২৫ হাজার মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। শুধু কি তাই? লকডাউনে তার নিরাপত্তারক্ষীদের খাওয়ার দায়িত্বও নিয়েছেন তিনি। নিজের বাড়ির হেঁশেলের রান্না করা খাবার পৌঁছচ্ছে তার আবাসনের সমস্ত নিরাপত্তারক্ষীদের কাছে।

এছাড়া কাজ বন্ধ হলেও ‘রাধে’র সমস্ত শ্রমিকদের বেতন দিচ্ছেন সালমান। প্রতিদিনের মজুরি হিসেবে টাকা ঢুকে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ