Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ২:৩৯ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে আজগর আলী মেডিক্যাল হাসপাতালে শফীর চিকিৎসা করানো হচ্ছে।
চট্টগ্রাম হেফাজতে ইসলাম নেতারা জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় উন্নত চিকিৎসার জন্য হুজুরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। হুজুরকে আজগর আলী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হবে।
এর আগে অসুস্থবোধ করলে গত শনিবার নগরীর সিএসসিআর হাসপাতালে আল্লামা শফীকে ভর্তি করানো হয়। সেখানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে ছিলেন তিনি।
পরে চিকিৎসকের পরামর্শে আল্লামা শফীর শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়। শারীরিক অবস্থারও উন্নতি হয়। কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।



 

Show all comments
  • md nazim ১৪ এপ্রিল, ২০২০, ৪:০৭ পিএম says : 0
    আল্লাহ,,হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও,এবং তাড়াতাড়ি সুস্থতা দান কর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ