Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ে ছাত্রলীগ নেতার চোরাই মালের গুদাম!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪০ এএম | আপডেট : ১১:৪৬ এএম, ১৪ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ের গহীন জঙ্গলে সাবেক এক ছাত্রলীগ নেতার চোরাই মালামালের গুদামের সন্ধান পাওয়া গেছে ।
শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিনের চোরাই মালের ওই
আস্তানার অভিযান পরিচালনা করে পুলিশ। প্রক্টরিয়াল বডি, পুলিশ ও নিরাপত্তা দপ্তরের কর্মীরা চবি প্রকৌশল দপ্তরের পেছনের পাহাড়ে চোরাই মালের এই আস্তানা খুঁজে পায়। এ সময় সেখান থেকে ১০০ কেজি চোরাই লোহা, টিন ও নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়। উন্নয়ন প্রকল্পের জন্য আনা এসব নির্মাণ সামগ্রী লোপাট করে সেখানে মজুদ করা হয় বলে জানান পুলিশ কমর্কতারা।

এর আগে গত রোববার চবির নিরাপত্তা সুপারভাইজার মো. বেলায়েত হোসেনকে মারধর করে এ সন্ত্রাসী। লকডাউনের মধ্যে তার ছাট ভাই ও তার বন্ধুদের মোটর সাইকেলে ঘোরাঘুরি সময় পুলিশ বাধা দেয়। বেলায়েত তাদের চেনার পরও কেন তাদের ঘোরাঘুরির সুযোগ করে দিল না এমন অভিযোগ তাকে মারতে শুরু করে নাজিম। তলপেটে লাথি দিলে বেলায়েতের প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়।
তাকে গুরুতর আহত অবস্থায় চবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিরাপত্তা দপ্তরের কর্মীরা নাজিমকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয়।
পরে প্রক্টরিয়াল বডি, পুলিশ ও নিরাপত্তা দপ্তরের প্রায় অর্ধশত কর্মী গোটা বিশ্ববিদ্যালয়ে নাজিমের খোঁজে অভিযান চালায়।
এসময় তার সন্ধান না মিললেও পাহাড়ে চোরাইমাল স্টকের ওই আস্তানার খোঁজ মেলে। এর আগে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন দুটি ঝুপড়ি দোকান দখলে নেওয়ার অভিযোগ উঠে নাজিমের বিরুদ্ধে। দোকানদারদের তাড়িয়ে সেগুলো দখলে নিয়েছিল নাজিম। সেই দোকানগুলোতেও অভিযান চালানো হয়। দোকান থেকেও বিপুল পরিমাণ চোরাই লোহা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্যাগোডার পাশে নাজিমের ভাইয়ের অবৈধভাবে গড়ে তোলা একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি ভ্যান জব্দ করা হয়। নাজিমের ঘর থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল।
নাজিম উদ্দিনের বিরুদ্ধে ক্যাম্পাসে লুটপাট, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখল বাজির অভিযোগ আছে।



 

Show all comments
  • jack ali ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪৪ এএম says : 0
    O'Allah wipe out all these Zalem from Top to Bottom from our country by Your Curse.
    Total Reply(0) Reply
  • Nadira ১৪ এপ্রিল, ২০২০, ১২:২৪ পিএম says : 0
    Shameful.
    Total Reply(0) Reply
  • ash ১৪ এপ্রিল, ২০২০, ৪:০৫ পিএম says : 0
    BAL ER 98 %% CHORRRRRRRRRRRR BATPAR , CHADABAJ , DHORSHOK, LUTERA
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ