Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থামছে না চাল চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্তে¡ও থামছে না চাল, তেল ও ডাল চুরি। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকার দলীয় বিভিন্ন নেতা কর্মীদের ঘরের মাটি খুঁড়ে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব পণ্য জব্দ করেছে প্রশাসন। অভিযুক্তদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে প্রশাসনের কর্মকর্তারা।
ঢাকা : ওএমএস’র ৭শ’ ১০ কেজি চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডিলার মো. মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে বলা হয়, আসামি ৫৩৮ জন ভোক্তার মধ্যে ১৭ জন ভোক্তার নাম ২-৩ বার এন্ট্রি করেন এবং রেজিস্টারে ১৪০ কেজি চাল হিসাবভুক্ত না করেই সরকারের মোট ৭১০ কেজি চাল আত্মসাৎ করেন। দন্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করা হয়। মশিউর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশন এ বিষয়ে আগেই সবাইকে সতর্ক করেছে। তারপরও যে বা যারা সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করবেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের মাধবকাটিতে পশুপাখির খাদ্যের সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মস‚চির ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ৫ হাজার ৮শ কেজি চাল এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় ডিলার শফিউরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গোপন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এ সময় এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ১৮৬ বস্তা সরকারি চাল উদ্ধারের ২৪ ঘণ্টা না যেতেই এবার দীঘিনালা উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মস‚চির ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে মাটিরাঙ্গা ও দীঘিনালা থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হলো। গতকাল দুপুরে দীঘিনালা উপজেলার মেরুং বাজার থেকে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মস‚চির চাল কেনার অপরাধে মো. দেলোয়ার হোসেন দুলু নামে একজনকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক চালের ডিলার মেরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন।
রংপুর : অন্যের গোডাউনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৬ হাজার ৪৮০ লিটার তেল মজুত করেও শেষ রক্ষা হলো না দুই ডিলারের। গতকাল বিকেলে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে মজুতকৃত এসব তেলের কার্টন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নড়াইল : হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল চুরির অপরাধে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার ডিলার আসাদুজ্জামান মোল্যাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। আসাদুজ্জামান সদর উপজেলার চাঁনপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
ভোলা : ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জুয়েলের বসতঘরের মাটি খুঁড়ে ৫ বস্তা ও তার ঘরের পেছন থেকে দুই বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই ওয়ার্ডের চৌকিদার মো. শাহে আলমের ঘর থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য জুয়েল পালিয়ে গেলেও তার বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গত রোববার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নান্নু মেম্বারের বাড়িতে এ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ