Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবার ছেড়ে একাই থাকছেন জ্যাকি শ্রফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৪:৩৭ পিএম

ভারতীয় প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউন ঘোষণার পর বন্ধ রয়েছে সব কিছু। এ পরিস্থিতিতে নিজের বাগান বাড়িতে আটকা পড়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ।

জানা যাচ্ছে, মুম্বই এবং পুনের মাঝে একটি জায়গায় রয়েছে জ্যাকি শ্রফের বাগান বাড়ি। আপাতত সেখানেই আটকে রয়েছেন
এ বলিউড অভিনেতা।

বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে নিজের ৪৪ হাজার একরের উপর তৈরি বাগান বাড়িতে গিয়েছিলেন জ্যাকি। বৃষ্টি শুরুর আগে সেখানে গাছ লাগিয়ে, পরিচর্যা করে তবেই মুম্বইতে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে লকডাউন মেনে নিজের ওই বাগান বাড়িতেই অভিনেতা রয়ে গিয়েছেন বলে জানান জ্যাকির স্ত্রী আয়েষা শ্রফ।

এদিকে মুম্বইয়ের বাড়িতে রয়েছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েষা শ্রফ, ছেলে টাইগার শ্রফ এবং মেয়ে কৃষ্ণা শ্রফ।

এ বিষয়ে জ্যাকি জানান, লকডাউন মেনে চলা প্রত্যেকের কর্তব্য। নিজের জন্য, পরিবারের জন্য এবং গোটা দেশের জন্য লকডাউন মেনে নিয়ম করে বাড়িতে থাকা উচিত বলেও জানান বলিউড অভিনেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ