Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলবে এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৪:২৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা’সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের এক হাজার কর্মহীন দুস্থ, অসহায় পরিবারকে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. নাছির উদ্দিন মিয়ার পক্ষ থেকে খাদ্য সহায়তা করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা। সোমবার উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলাম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী রতন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এইচএম ফারুক, সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ, মো. মামুন, রাজনীতিবিদ মো. শাহজালাল, যুবলীগ নেতা বজলুল গনি, বজলুর রহমান ঢালী, শাহআলম, হাসান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।

ত্রাণ বিতরণকালে ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর তাই নাছির উদ্দিন মিয়াকে ধন্যবাদ যে তিনি এই মহৎ কাজটি করছে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে, এই মুহূর্তে আপনারা ঘরে থাকুন সবাই ঘরে থাকুন। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে, দেশ বাঁচবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ