বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় ৩৭ জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেছেন সাতক্ষীরা জেলা কারাগার কর্তৃপক্ষ। মানবিক কারণে বিশেষ ক্ষমতার আওতায় মুক্তি দেওয়ার সরকারের সিদ্ধান্তের পর এই কয়েদিদের তালিকা দেওয়া হয়েছে। সুপারিশকৃত তালিকায় রয়েছেন এক বছরের কারাদন্ডপ্রাপ্ত ২৭ জন এবং ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছেন এমন ১০ জনের নাম।
সাতক্ষীরা কারাগারের জেলর তুহিন কান্তি খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা কারাগারের ধারণ ক্ষমতা ৪০০ বন্দির। এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত কারাগারে বন্দির সংখ্যা ৫২২ জন। এরমধ্যে নারী ১৬ জন। জেলর আরো জানান, মন্ত্রণালয়ের আদেশ আসলে তাদের মুক্তি দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।