পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হলেও আমাদের কাজ এখনও শেষ হয়নি। জনগণকে দেওয়া প্রতিশ্রতির কিছুটা হয়তো পালন করতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পাঁচ খুনিকে বাংলার মাটিতে এনে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে। গতকাল রোববার গুলশানের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি একথা জানান।
আইনমন্ত্রী বলেন, ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলার সে সব আসামি কাস্টডিতে ছিল তাদের ফাঁসি কার্যকর করার পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ধরে এনে এ রায় কার্যকর করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা যে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি সেটা অনেক স্বস্তির বিষয়। এখানে আমি বলে রাখতে চাই আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর যারা খুনি তাদের এনে এ রায় কার্যকর করবো।
আনিসুল হক বলেন, আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমরা মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতির কিছুটা হয়তো পালন করেছি। আর যারা বাকি আছেন তাদের ধরে এনে এই রায় কার্যকর করার পরেই মামলার পূর্ণ রায় বাস্তবায়ন সম্ভব হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা সেই পরিপূর্ণ প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যাক্ত করছি যে, বঙ্গবন্ধু খুনিদের আমরা নিশ্চয়ই বাংলার মাটিতে এনে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করবো। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।