Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চালের দাম বেড়েছে রাজধানীর পাইকারি বাজারে

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ঈদের পর রাজধানীর পাইকারি বাজারে নাজিরশাইল বাদে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় মিল-মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন, পাইকাররা। চালের পাশাপাশি চিনির দাম বস্তা প্রতি প্রায় ১৫০ টাকা বেড়েছে। তবে, কমেছে আদার দাম। সদ্য ইরি মৌসুম শেষ হয়েছে। অথচ এর প্রভাব নেই রাজধানীর চালের বাজারে। ঈদের পর চাহিদা কিছুটা কম থাকলেও পাইকারি বাজারে আবারো বেড়েছে, প্রায় সবধরনের চালের দাম। মিনিকেট চালের দাম বস্তা প্রতি ৫০ থেকে ৭০ টাকা; আর মোটা চাল বস্তায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার পেছনে মিল মালিকদের দায়ী করছেন পাইকাররা। রসুন ও দেশি পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। তবে,আদা কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকায়। এদিকে, ঈদের পরও কমেনি চিনির দাম। বরং প্রতি বস্তা চিনি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪৫০ টাকায়। দেশি মসুর ও খেসারিসহ অন্যান্য ডালের দাম অপরিবর্তিত থাকলেও ভারতীয় ডাল কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। মসলার মধ্যে জিরা ও দারচিনি কেজিতে ৫ টাকা বেড়েছে। শুকনা মরিচ কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে, অপরিবর্তিত রয়েছে সয়াবিন তেলের দাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালের দাম বেড়েছে রাজধানীর পাইকারি বাজারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ