পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘জেলা চট্টগ্রাম রে বারো আউলিয়ার স্থান, এই দেশেতে জন্ম কত আউলিয়া মোস্তান রে’ জনপ্রিয় সব শিল্পীর গাওয়া এ গান মানুষের মুখে মুখে। বারো আউলিয়ার শহর চাটগাঁ এখন কেমন আছে।
করোনা মহামারীতেও ভিন্ন এক আবহ চট্টগ্রামে। অকাতরে অসহায়ের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য তার নজির মিলছে সর্বত্র। অতিথিপরায়ন চাটগাঁবাসী প্রতিবেশীদের প্রতি সহমর্মি। মহামারী থেকে মুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে আহাজারি আকুল ফরিয়াদ এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে। মসজিদে নামাজ আদায় সীমিত হয়েছে। এখানকার আলেমদের মধ্যে নানা বিষয়ে দ্বিমত থাকলেও সকলেই এটা মেনে নিয়েছেন।
চট্টগ্রামের মানুষ এমনিতেই ধর্মপ্রাণ। দুর্যোগে ইবাদত বন্দেগির প্রবণতা আরো অনেক বেড়েছে। অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা করছেন। সহনশীলতা, অন্যের প্রতি সম্মান সহযোগিতার প্রবণতাও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এ অঞ্চলের মানুষের যে অনন্য বৈশিষ্ট্য তা এ কঠিন সময়ে স্পষ্ট হয়ে উঠেছে।
বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশদ্বার চাটগাঁ। আরব বণিকদের সাথে এ অঞ্চলে ইসলাম প্রচারক পীর দরবেশের আগমন ঘটে। তাদের মাধ্যমেই এই অঞ্চলের মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসে। এখানকার সংস্কৃতিতে আছে পীর আউলিয়ার নানা কাহিনী। মরমী শিল্পী আবদুল গফুর হালি, মলয় দস্তিদার, শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণবসহ শিল্পীদের গানে এসেছে পীর দরবেশের নাম।
হযরত সুলতান বায়েজিদ বোস্তামি, মিসকিন শাহ, হযরত টাকশাহ, হযরত শাহ ওলি খাঁসহ অসংখ্য পীর আউলিয়ার ইসলাম প্রচারের ইতিহাস রয়েছে। তরবারি নয়, পীর আউলিয়া, সুফি দরবেশের প্রচেষ্টা, আধ্যাত্মিক গুণে ইসলামের প্রসার ঘটে। এ কারণেই এখানকার মানুষ শান্তিপ্রিয়, সহনশীল। প্রতিটি দুর্যোগ দুঃসময়ে এ জনপদের মানুষ মানবতার পক্ষে দাঁড়ানোর নজির সৃষ্টি করে। করোনা দুর্যোগেও তার ব্যতিক্রম হয়নি।
এখানকার মানুষ ঐতিহাসিকভাবে সাহসী। সাগর দরিয়ায় পাড়ে নানা দুর্যোগ মোকাবিলায় অসীম সাহসী ভ‚মিকা পালন করে আসছে তারা। চাটগাঁবাসী এমন কঠিন দুঃসময়েও বুকে সাহস রাখছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।