Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারো আউলিয়ার দেশের চিঠি

রফিকুল ইসলাম সেলিম | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

‘জেলা চট্টগ্রাম রে বারো আউলিয়ার স্থান, এই দেশেতে জন্ম কত আউলিয়া মোস্তান রে’ জনপ্রিয় সব শিল্পীর গাওয়া এ গান মানুষের মুখে মুখে। বারো আউলিয়ার শহর চাটগাঁ এখন কেমন আছে।

করোনা মহামারীতেও ভিন্ন এক আবহ চট্টগ্রামে। অকাতরে অসহায়ের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য তার নজির মিলছে সর্বত্র। অতিথিপরায়ন চাটগাঁবাসী প্রতিবেশীদের প্রতি সহমর্মি। মহামারী থেকে মুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে আহাজারি আকুল ফরিয়াদ এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে। মসজিদে নামাজ আদায় সীমিত হয়েছে। এখানকার আলেমদের মধ্যে নানা বিষয়ে দ্বিমত থাকলেও সকলেই এটা মেনে নিয়েছেন।
চট্টগ্রামের মানুষ এমনিতেই ধর্মপ্রাণ। দুর্যোগে ইবাদত বন্দেগির প্রবণতা আরো অনেক বেড়েছে। অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা করছেন। সহনশীলতা, অন্যের প্রতি সম্মান সহযোগিতার প্রবণতাও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এ অঞ্চলের মানুষের যে অনন্য বৈশিষ্ট্য তা এ কঠিন সময়ে স্পষ্ট হয়ে উঠেছে।
বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশদ্বার চাটগাঁ। আরব বণিকদের সাথে এ অঞ্চলে ইসলাম প্রচারক পীর দরবেশের আগমন ঘটে। তাদের মাধ্যমেই এই অঞ্চলের মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসে। এখানকার সংস্কৃতিতে আছে পীর আউলিয়ার নানা কাহিনী। মরমী শিল্পী আবদুল গফুর হালি, মলয় দস্তিদার, শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণবসহ শিল্পীদের গানে এসেছে পীর দরবেশের নাম।
হযরত সুলতান বায়েজিদ বোস্তামি, মিসকিন শাহ, হযরত টাকশাহ, হযরত শাহ ওলি খাঁসহ অসংখ্য পীর আউলিয়ার ইসলাম প্রচারের ইতিহাস রয়েছে। তরবারি নয়, পীর আউলিয়া, সুফি দরবেশের প্রচেষ্টা, আধ্যাত্মিক গুণে ইসলামের প্রসার ঘটে। এ কারণেই এখানকার মানুষ শান্তিপ্রিয়, সহনশীল। প্রতিটি দুর্যোগ দুঃসময়ে এ জনপদের মানুষ মানবতার পক্ষে দাঁড়ানোর নজির সৃষ্টি করে। করোনা দুর্যোগেও তার ব্যতিক্রম হয়নি।
এখানকার মানুষ ঐতিহাসিকভাবে সাহসী। সাগর দরিয়ায় পাড়ে নানা দুর্যোগ মোকাবিলায় অসীম সাহসী ভ‚মিকা পালন করে আসছে তারা। চাটগাঁবাসী এমন কঠিন দুঃসময়েও বুকে সাহস রাখছেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১২ এপ্রিল, ২০২০, ১০:০১ পিএম says : 1
    হালি শহরে সোলতানুল আওলিয়া বাংলার খাজা। হাফেজ মুনিরউদ্দীন(রাঃ) শহর কুতুব শাহ আমানত (রাঃ) মশকিল কোশা ছৈয়দ বদনা শাহ(রাঃ) মোজাদ্দেদে আজম শাহ মোহাম্মদ আলতাফুর রহমান আলাভী(রাঃ) গাউসুল আজম মাইজ ভান্ডারী(রাঃ) সহ অসংখ্য অসংখ্য আওলিয়া কেরাম গাউস কুতুব আল্লাহর প্রিয় মাহাবুব দের পবিত্র স্থান বীর চট্রলা চট্টগ্রামের এই পূর্ণভূমি। জমিনজুড়ে আল্লাহর গজব আজাব বালা মুছিবত শুরু হয়। মানুষ মহান আল্লাহ্ দরবারে সেজদায় পড়ে ক্ষমা প্রার্থনা করেন। বিশ্ব জাহানের রহমত স্বরুপ গুনাহগার উম্মতের সাহায্য কারী প্রীয় নবী হুজুর পাক (সাঃ) বরকতপূর্ণ নামের উছিলায়।আল্লাহর তাহার প্রীয় আউলিয়া কেরামের উছিলায় সাহায্য প্রার্থনা করেন। এই বন্দর নগরী মানুষের পবিত্র আশ্রয় স্থল। মসজিদ মাজার ভাইরাসের কারণে বন্ধ। বন্ধ আল্লাহর বাইতুল্লাহ কাবা। বন্ধ প্রীয় নবী(সাঃ) এর মসজিদ মদিনা মোবারক। বন্ধ সারাবিশ্বের ইবাদাত বন্দেগীর পবিত্র স্থান আলেম সমাজ রাষ্ট্রের নির্দেশনায়। সাধারণ মানুষ আজ নিজের ঘরে আল্লাহর করুনা দয়ার আশায় নিজ নিজ ঘরে চুখের পানিতে ক্ষমা তাওবা করছে। পৃথিবীর কোন বিপদে আল্লাহর ঘরের দরজা কখনো বন্ধ হয়নি মহাকৌশলী মহাপরাক্রমশালী আল্লাহর মহিমা বুঝবার জ্ঞান ক্ষমতা কারো নেই। আল্লাহ্ ভাল জানেন ভাল বুঝেন। জমিনজুড়ে বিপদে আমরা আল্লাহর করুনা দয়া আশায় আল্লাহর কাজে তাওবা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ্ আমাদের ক্ষমা করুন দয়া করুন আমাদের হেফাজত করুন। আল্লাহ্ বাংলাদেশের সকল মানুষ কে হেফাজত করুন। আপনি একমাত্র পকৃত হেফাজত কারী আমিন।
    Total Reply(1) Reply
    • Muhammad Eyakub ১৯ মার্চ, ২০২১, ২:১৯ এএম says : 0
      অসাধারণ লেখা আল্লাহ তায়ালা হযরত মোজাদ্দেদ আজম রাঃ এর উসিলায় কবুল করুন "আমীন"
  • ম নাছিরউদ্দীন শাহ ১২ এপ্রিল, ২০২০, ১০:০২ পিএম says : 1
    হালি শহরে সোলতানুল আওলিয়া বাংলার খাজা। হাফেজ মুনিরউদ্দীন(রাঃ) শহর কুতুব শাহ আমানত (রাঃ) মশকিল কোশা ছৈয়দ বদনা শাহ(রাঃ) মোজাদ্দেদে আজম শাহ মোহাম্মদ আলতাফুর রহমান আলাভী(রাঃ) গাউসুল আজম মাইজ ভান্ডারী(রাঃ) সহ অসংখ্য অসংখ্য আওলিয়া কেরাম গাউস কুতুব আল্লাহর প্রিয় মাহাবুব দের পবিত্র স্থান বীর চট্রলা চট্টগ্রামের এই পূর্ণভূমি। জমিনজুড়ে আল্লাহর গজব আজাব বালা মুছিবত শুরু হয়। মানুষ মহান আল্লাহ্ দরবারে সেজদায় পড়ে ক্ষমা প্রার্থনা করেন। বিশ্ব জাহানের রহমত স্বরুপ গুনাহগার উম্মতের সাহায্য কারী প্রীয় নবী হুজুর পাক (সাঃ) বরকতপূর্ণ নামের উছিলায়।আল্লাহর তাহার প্রীয় আউলিয়া কেরামের উছিলায় সাহায্য প্রার্থনা করেন। এই বন্দর নগরী মানুষের পবিত্র আশ্রয় স্থল। মসজিদ মাজার ভাইরাসের কারণে বন্ধ। বন্ধ আল্লাহর বাইতুল্লাহ কাবা। বন্ধ প্রীয় নবী(সাঃ) এর মসজিদ মদিনা মোবারক। বন্ধ সারাবিশ্বের ইবাদাত বন্দেগীর পবিত্র স্থান আলেম সমাজ রাষ্ট্রের নির্দেশনায়। সাধারণ মানুষ আজ নিজের ঘরে আল্লাহর করুনা দয়ার আশায় নিজ নিজ ঘরে চুখের পানিতে ক্ষমা তাওবা করছে। পৃথিবীর কোন বিপদে আল্লাহর ঘরের দরজা কখনো বন্ধ হয়নি মহাকৌশলী মহাপরাক্রমশালী আল্লাহর মহিমা বুঝবার জ্ঞান ক্ষমতা কারো নেই। আল্লাহ্ ভাল জানেন ভাল বুঝেন। জমিনজুড়ে বিপদে আমরা আল্লাহর করুনা দয়া আশায় আল্লাহর কাজে তাওবা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ্ আমাদের ক্ষমা করুন দয়া করুন আমাদের হেফাজত করুন। আল্লাহ্ বাংলাদেশের সকল মানুষ কে হেফাজত করুন। আপনি একমাত্র পকৃত হেফাজত কারী আমিন।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩৬ এএম says : 1
    হে মহান প্রভু আমাদের এই প্রিয় ভূমিকে তুমি হেফাজত করো। আমিন
    Total Reply(0) Reply
  • চাদের আলো ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩৭ এএম says : 1
    ইনশায়াল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের তার প্রিয় বান্দাদের অসিলায় গজব থেকে রক্ষা করবেন। তিনি আমাদের একমাত্র ভরসা।
    Total Reply(0) Reply
  • তরুন সাকা চৌধুরী ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩৮ এএম says : 1
    দয়াময় মহান রব তুমি এই বারো আউলিয়ার দেশকে করোনার থাবা থেকে রক্ষা করো। আমিন
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩৯ এএম says : 1
    মাশায়াল্লাহ, এই মুসলিম ভ্রাতৃত্বই আমাদের বিপদের ভরসা। আল্লাহ তুমি কবুল করো আমাদের।
    Total Reply(0) Reply
  • Muhammad Eyakub ১৯ মার্চ, ২০২১, ২:২১ এএম says : 0
    অসাধারণ লেখা, আল্লাহ তায়ালাাহযরত মোজাদ্দেদ আজম রাঃ এর উসিলায় কবুল করুন আমীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ