Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তুরস্ক নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : গত শুক্রবার ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার প্রভাব যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তেমন পড়েনি। তবে গভীর রাতে তুরস্কে সেনা অভ্যুত্থানচেষ্টার ঘটনায় বাজারে এর প্রভাব পড়বে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হওয়ায় পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব রয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্রের বাজারে খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি হওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ সপ্তাহের লেনদেন শেষে তুরস্কের সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টার খবরে এ ধারা আগামী সপ্তাহে অব্যাহত থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। উইসকনসিনের এক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রায়ান জেকব জানান, তুরস্কের বর্তমান অবস্থা এখনো পরিষ্কার নয়। কারা দেশ চালনার দায়িত্বে থাকবেন, তা বলা যাচ্ছে না। সোমবার লেনদেনের শুরুতে এ পরিস্থিতির প্রভাব লক্ষ্য করা যাবে। গতকাল সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী ছিল প্রধান সূচকগুলো। ডাও জোন্স সূচক ১০ পয়েন্টের মতো বাড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ