Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিলিগুড়িতে চলছে ৩ দিন ব্যাপী চতুর্দেশীয় মেলা

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সিদ্ধি ভিনায়েক গ্রাউন্ড মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিবিআইএন (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) চতুর্দেশীয় মেলা-২০১৬। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) যৌথভাবে এই মেলার আয়োজন করে। শুক্রবার দুপুরে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট ও নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এ সময় ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্য নিয়ে শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলার শেষ হবে আজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিলিগুড়িতে চলছে ৩ দিন ব্যাপী চতুর্দেশীয় মেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ