বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আকাশে মেঘের গর্জন নেই, মুষল ধারে বৃষ্টিও নেই, নেই পাহাড়ি ঢলও তবে আগামি অমাবস্যায় মা মাছ ডিম দেওয়ার একটা তিথি। হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার এখনো সময়। কিন্তু বৃষ্টি বাদল ছাড়াই নদীতে মা মাছ ডিম দেওয়ার পরিবেশ লক্ষ্য করতে পারছেনা. পাশাপাশি করোনা ভাইরাসের কারণে ডিম সংগ্রহকারীরা নদীতে নামতে আতঙ্কবোধ করছে। কিন্তু এর পরও হালদার তীরবর্তী ডিম সংগ্রহকারীরা বসে নেই তাদের নজর বর্তমানে হালদা নদীতে। তারা ডিম ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুত।
হালদা নদী থেকে ডিম আহরণ করে সনাতনী পদ্ধতিতে রেণু ফুটানোর জন্য মাটির কূয়া পরিষ্কার পরিচ্ছন্নের কাজ ডিম সংগ্রহকারীরা ঠিক করে রেখেছে। তার পাশা পাশি নৌকা, জ্বাল, বালতি ও বড় পাতিলসহ নানান সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে কখন মা মাছ ডিম দেয় এই আশায়। এখন শুধু আগামী সপ্তাহের অমাবস্যা পর্যন্ত প্রহর গুনছে ডিম সংগ্রহকারীরা। এছাড়া মৎস্য হ্যাচারি গুলোতে মাটির কূয়ার পরিবর্তে প্লাষ্টিকের ট্যাংকসহ পাকা ট্যাংক গুলো তৈরি করে রেখেছে। যদি বৃষ্টি বাদল ছাড়া হালদা নদীতে মা মাছ গুলো ডিম ছাড়ে। সেজন্য হ্যাচারি গুলোতে ট্যাংক এর উপর ঝর্না তৈরি করে রেখেছে। যাতে কৃত্রিম উপায়ে বৃষ্টির মতো রেণু ফুটানোর ট্যাংক গুলোর উপর থেকে পানি দিতে পারে গত কয়েকদিনে হালকা বৃষ্টি হলেও পর্যাপ্ত না হওয়ায় ডিম দেয়নি মা মাছ। এশিয়ার এই মিষ্টি পানির জোয়ার ভাটার নদী হালদাতে প্রতি মৌসূমে রুই জাতীয়সহ নানান প্রজাতির মাছ ডিম দেয়।
স্থানীয় কয়েকজন ডিম সংগ্রহকারী জানান, বিগত পূর্ণিমার ‘জো’ তে পর্যাপ্ত বৃষ্টি বাদল না হওয়ায় মা মাছের ডিম দেওয়া সম্ভব হয়নি। এ সময়টুকুতে হালদা নদীর মিষ্টি পানিতে মাতৃমাছেরা ডিম দেওয়ার গুরুত্বপূর্ণ একটি সময়। এই ‘জো’র সময়ে মা মাছ ডিম দিলে এই ডিম উন্নত বলে জানা যায়।
এ বিষয়ে হাটহাজারী উপজেলার মৎস্য কর্মকর্তা জানান বিগত পূর্ণিমায় ডিম না দিলেও আগামি অমাবস্যায় যদি বৃষ্টি বাদল হয় তাহলে মা মাছ ডিম দেওয়ার সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।