Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্টারকার্ডের লোগো বদল

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : আর্থিক সেবাদাতা ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বেই জনপ্রিয় মাস্টারকার্ড। দীর্ঘদিনের লোগোতে এবার তারা পরিবর্তন এনেছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এই পরিবর্তন নিয়ে এসেছে তারা। এর মাধ্যমে মাস্টারপাস ডিজিটাল ওয়ালেট-এর দিকে আরো একধাপ এগিয়ে গেল তারা। লোগো পরিবর্তনের মাধ্যমে সেবার আধুনিকায়নের বার্তা পৌঁছে দিতে চায় মাস্টারকার্ড। কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ক্ষেত্রে তারা নিয়ে আসতে যাচ্ছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। সেলফি, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যানারের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরো নিরাপদ ও গতিশীল করতে চায় মাস্টারকার্ড। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। স্মার্টফোন, ট্যাবলেট ও পরিধানযোগ্য ডিভাইসে এ ধরনের প্রযুক্তিগত সুবিধা নিয়ে আসছে মাস্টারকার্ড। এর ফলে গ্রাহকরা তাঁদের সব লেনদেন সারতে পারবেন হাতের কাছে থাকা ডিভাইসটি দিয়ে। মাস্টারকার্ডের চিফ কমিউনিকেশন্স অফিসার রাজা রাজামান্নার বলেন, ‘মাস্টারকার্ড বিশ্বজুড়ে পরিচিত একটি ব্র্যান্ড। ডিজিটাল বিশ্বে যেখানে ব্যবসা আরো গতিশীল ও নিরাপদ, সেখানেও গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই আমরা। সে কারণেই এ পরিবর্তনের বার্তা। আমাদের নতুন লোগোতে এমন একটি ডিজাইন আনতে চেয়েছি, যা একই সঙ্গে আধুনিক, সরল ও মাস্টারকার্ডের ঐতিহ্য বহন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড সরবরাহ করে থাকে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা এসব কার্ড ব্যবহার করে থাকেন। বিশ্বজুড়ে ২৫ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের সঙ্গে মিলে কাজ করছে মাস্টারকার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্টারকার্ডের লোগো বদল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ