Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনার অন্ধকারে সিলেটের ফিনিক্স পাখি এসপি ফরিদ, কল দিলেই খাবার যাবে ঘরে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৬:৪৭ পিএম

বৈশ্বিক করোনায় মহামারির ছোবলের বাইরে নয় সিলেটও। প্রবাসী অধ্যূষিত সিলেট এখন করোনার এক বিপদঘর। অজানা অচেনা এ ভাইরাসের তান্ডবে চুপছে গেছে মানুষের চিরচেনা যাপিত জীবন। একদিকে করোনার নেতিবাচক আতংকিত সুর মানুষের মুখে মুখে। এর মধ্যে ইতিবাচক আলোচনার প্রধান এক খোরাকে পরিণত হয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন। আস্থা ভরসার এক বাতিঘর । আমজনতার মধ্যে এক সমীহের নাম যেন তিনি। কথায় কাজে অমিল খোঁজে পায়নি কেউ। কাজের বলিষ্টতায় মানুষের মধ্যে আজীবন স্মরনীয় থাকবেন তিনি, তৃপ্তির গর্বিত আ্ওয়াজ তাকে নিয়ে অনেকের। সেবার এক অনন্য অইকন হয়ে দাড়িয়েছেন তিনি। বিশেষ করে করোনা প্রাদূভার্ব ছড়িয়ে পড়ার পর সামনে থেকে পরিস্থিতি সামাল দিতে তার ভূমিকা অন্য যেকারো থেকে আলাদা। মাঠে ময়দানে সর্তক-সচেতনায় উজাড় করছেন দিচ্ছেন তিনি ও তার বাহিনী। জৈন্তাপুর থানায় শ্রমজীবি মানুষকে চেয়ারে বসিয়ে মর্যাদা সহকারে সহায়তার নজির সৃষ্টি করেছেন তিনি। তার এ সহায়তা প্রদান সত্যিকার অর্থে স্বাভাবিক হলেও আমাদের সমাজে যেন আকাশছোঁয়া কল্পনা। স্বাভাবিক কাজটি অস্বাভাভিক পরিস্থিতিতে করিয়ে দেখিয়ে দিলেন শুধু দৃষ্টিভংগির পরিবর্তনই যথেষ্ট। তার এই বিতরন অনুসরনীয়, করোনা সর্তকতার জন্য চলমান সময়ে পারপেক্টও। তিনি শুধু করেনি, পথও দেখিয়ে দিয়ে রোল মডেলে পরিণত হয়েছেন। আগেভাগেই আবার ঘোষনা দিয়েছেন তার অধীনস্থ ১১ থানায় খাধ্য সংকটে থাকা মধ্যবিত্ত বা নি¤œ মধ্যবিত্তদের সহায়তা দিবে তার পুলিশ। শুধু ঘোষনা নয়, ঘরে পৌছে দেয়ার দায়িত্ব্ও নিয়েছেন তিনি। শুধু এক ফোন (০১৭৬৯-৬৯২ ৯৭৮) কল করেই জানিয়ে দিতে হবে প্রয়োজন। না হলে ফেসবুকের মেসেঞ্জারে কেউ যোগাযোগ করলে এই খাদ্য সহায়তা বাড়িতে পাঠানো হবে, জানান সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন। তার নেতৃত্বে জেলা পুলিশ করোনা পরিস্থিতির শুরু থেকেই সাধ্যমতো হাত বাড়িয়ে দিয়েছেন সাধারন মানুষের পাশে। এখন নিয়েছেন বাড়তি সেবার পদক্ষেপ। ঘরে থাকুন পুলিশ আসবে আপনার দরজায়, আপনার প্রয়োজনে। তার এ জনবান্ধব মনোভাব পুলিশী সেবার মৌলিক বৈশিষ্ট্য হলেও, সাধারন মানুষের নিকট যেন সত্যিকার এক ত্রানকর্তার স্বরূপ তিনি। কারন সেবার নাম শুনলেও অতীত বাস্তবে দেখেনি বলেই, মানুষের মধ্যে এসপি ফরিদ পুলিশ নয়, যেন এক ফেরেস্তা। সচেতন মানুষের ভাষায়, রূপকথায় নয় বাস্তবের ফিনিক্স পাখি যেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন।



 

Show all comments
  • নাইমুল হাসান (সৌদিআরব ) ১৩ এপ্রিল, ২০২০, ৩:৩৯ এএম says : 0
    আমাদের কুমিল্লা ১৪গ্রামের ছেলে বলে কথা,কথায় নয় কাজে পরিচয় বহন করে ১৪গ্রামের ছেলেরা
    Total Reply(0) Reply
  • আরিফ ১৩ এপ্রিল, ২০২০, ৫:৩৪ পিএম says : 0
    ভাল
    Total Reply(0) Reply
  • আরিফ ১৩ এপ্রিল, ২০২০, ৫:৩৫ পিএম says : 0
    সব থানায় কি দিবেন
    Total Reply(0) Reply
  • Jakir hossain ২০ এপ্রিল, ২০২০, ১:৩০ পিএম says : 0
    Thanks selote sir.please helpe me
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ