Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়ীতে কর্মহীন উপজাতি সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা প্রদান

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৬:০৮ পিএম

অস্বচ্ছল এবং করোনা সঙ্কটে কর্মহীন অসহায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সেতু এগ্রো ইন্ড্রাস্ট্রিজ এর আর্থিক সহায়তায় সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি টিলা আর ঝোঁপ-ঝাড় পেড়িয়ে বাড়ি বাড়ি ঘুরে রবিবার এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাব্বির আহমেদ বাদশা ও সা’দ আল জুনাইদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি পল্লী খলচন্দা কোচপাড়া, বুরুঙ্গা কালাপানি ও পূর্ব সমশ্চুড়ায় চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি প্যাকেটজাত করে সহায়তা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ