Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ১ হাজার ৪শ কৃষকের বিনামূল্যে মাঝে সার ও বীজ বিতরণ

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৬:০৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির খরিফ-১/২০২০ মৌসুমের কৃষি প্রণোদনা (আউশ) কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার ১২ এপ্রিল দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে জন প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডি.এ.পি সার, ১০ কেজি এম.ও.পি সার বিনা মুল্যে প্রদান করা হয়। রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর জানান প্রথম পর্যায়ে ১ হাজার ৪ শত দেয়া হলোএবং ২য় পর্যায়ে ৯শ জন সহ মোট ২৩০০ জন কৃষককে কৃষি প্রণোদনা খরিপ-১ (আউশী) প্রদান করা হবে। কৃষি প্রণোদনা বিতরনের সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, আঃ সালাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ