Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিকে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৫:২০ পিএম

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে ক্লাস-পরীক্ষা, আবাসিক হল ও অফিসসমূহ বন্ধ থাকবে। রোববার বেলা ১১ টায় রাবি ভিসি ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় প্রফেসর এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন।

বন্ধকালীন সময়ে জরুরী সেবাসমূহ যেমন- বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এক জরুরী সভায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছুটি বর্ধিত করে। তবে করোনা সংক্রমন ব্যাপক আকার ধারণ করলে বিশ^বিদ্যালয়কে অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ