Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির অনুরোধ সিলেট চেম্বারের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ২:৫৩ পিএম

করোনা পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত সকল দোকান বন্ধ রয়েছে। তাছাড়া সিলেট জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় মূল্য সংযোজন কর (ভ্যাট) রির্টান দাখিল করা সিলেটের ব্যবসায়ীদের জন্য দুরুহ ব্যাপার। তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পূর্ব পর্যন্ত ভ্যাট রির্টান দাখিল প্রক্রিয়ার সময়সীমা জরিমানা ব্যতিত বৃদ্ধি বা সাময়িক বন্ধ রাখার জন্য সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ জানান। সিলেট চেম্বারের সভাপতি জনাব আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ীরা ভ্যাট, ট্যাক্স প্রদানে সবসময় আন্তরিক। ইতিপূর্বে ব্যবসায়ীরা স্বপ্রণোদিতভাবে ভ্যাট, ট্যাক্স প্রদান করে তার স্বাক্ষর রেখেছে। করোনা ভাইরাসজনিত এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সব দোকান পাট বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। করোনা পরিস্থিতিতে দোকান পাট বন্ধ থাকায় মূল্য সংযোজন কর (ভ্যাট) রির্টান দাখিল করা যাচ্ছেনা। এক্ষেত্রে ভ্যাট রির্টান দাখিলের সময়সীমা জরিমানা ব্যতিত বৃদ্ধি করার জন্য অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ