Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভোলা জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:০৯ পিএম

আজ ভোলা জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আল সিদ্দিক। এ সময় জেলা প্রশাসক মাসুদ অালম ছিদ্দিক জানান ভোলা জেলা এখনও করোনা মুক্ত রয়েছে। মোট ১৩৪ জনের নমুনা পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৮৮ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গিয়েছে। ভোলায় নৌবাহিনী, পুলিশ প্রশাসন,জন প্রতিনিধিনের সমন্বয়ে ভোলা জেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে সার্বিক সহযোগীতা করা হচ্ছে অসহায়,কর্মহীনদের। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে কথা বলার অাগ্রহ প্রকাশ করেন। তখন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা অাওয়ামীগ সাধারন সম্পাদক বলেন যেহেতু ভোলা জেলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, যোগাযোগের তেমন ব্যাবস্থা নেই।কোন রোগী অসুস্থ হয়ে পরলে ইমারজেন্সী কোথাও পাঠানোর সুযোগ নেই সেক্ষেত্রে ভোলায় করোনা ভাইরাস পরিক্ষার জন্য একটি ল্যাব স্থাপনের দাবী জানান। মাননীয় প্রধানমন্ত্রী বলেন ভোলা জেলা যেহেতু নদী ভাঙ্গন এলাকা সেহেতু নদী ভাঙ্গার অসহায়দের তালিকা করে খাদ্য সহায়তা ও গৃহহীনদের ঘড়ের ব্যাবস্থা করার নির্দেশ প্রদান করেন। তিনি অারো বলেন ভোলা বিভিন্ন ফসল উৎপাদনকারী এলাকা এখন অনেক তরমুজ হয়েছে।তাই এ জাতীয় ফসল সরবরাহে যাতে বাধার সৃস্টি না হয় সেব্যাবস্থাও করার কথা বলেন। উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য অাালহাজ্ব আলী আজম মুকুল, ভোলা ৩ আসনের সংসদ সদস্য অাালহাজ্ব নুরুনবী চৌধুরী শাওন, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার,ভোলা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ফজলুল কাদের মজুন মোল্লা,জেলা পরিষদ চেয়্যারমান ও জেলা আওয়ামীলীগ সম্পাদক আব্দুল মোমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী প্ডাক্তার,নার্স,অালেম প্রমুখ।
ইতিমধ্যে ভোলা - ৩ অাসনের সংসদ সদস্য অাালহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন - তজুমুদ্দিন এর ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও অার্থিক সাহায্যে করেছেন বলে জানান স্থানীয় জনগন। তিনি হট লাইন চালু করেছেন। সেখানে ফোন অাসলেই যথা সময়ে নিজে অথবা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী, সহায়তা পৌঁছে দেয়ার ব্যাবস্থা করেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান তার উপজেলা সরকারী নিয়ম অনুসারে কর্মহীন ও অসহাদদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে।



 

Show all comments
  • মোঃ মিজানুর রহমান ১৪ এপ্রিল, ২০২০, ৩:৪০ পিএম says : 0
    আসসালামু আলাইকুম , প্রিয় দেশবাসী সকলের দৃষ্টি আর্কষন করছি এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, করোনার পাশাপাশি অসহায় মানুষগুলোর জন্য চাউল চোর গুলোকে নিয়ে ভাবুন...'''' চাউল চোরগুলো করোনা থেকে বিপদজনক '''। ভোলা জেলার বদরপুর ইউনিয়নের ২ মেম্বার চাউল চুরি করে ধরা খেল... শুধু কি মেম্বাররা চোর নাকি তার পিছনে রয়েছে শোল মাছ (ইউনিয়নের হোতা ) ও বোয়াল মাছের (উপজেলার দাতা) কিংবা জেলার কোন উচ্চ পর্যায়ের হুকুম দাতার হাত... পুটি মাছের পাশাপাশি কিছু শোল মাছ বোয়াল মাছ ধরলে দেশের মানুষ অনেক উপকৃত হবে.. উচ্চ পর্যায়ের ঈমানদার অফিসারদের বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ করা হইল.. (আম জনতা) '''চাউল চোর ৬ নং ওয়ার্ডের ওমর তালুকদার ''' লালমোহন থানা ওসি স্যারের নির্দেশে ও তদন্ত ওসি বশির আলম এর অভিযানে ইউপি সদস্য আটক বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদারের ভাতিজা ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ওমর তালুকদার জেলেদের নামে বরাদ্দ কৃত চাউল চুরি করার দায়ে তাকে গ্রেপ্তার করেছেন লালমোহন থানা পুলিশ এবং চাউল উদ্ধার করা হয়েছে ১৪ বস্তুা। চাউল চোর গ্রেফতার করার জন্য ধন্যবাদ ওসি স্যার।... ( সংগ্রহ করা ) "'আরেক জন চোর বদরপুরের ৫ নং ওয়ার্ডের জুয়েল মেম্বার"' ভোলায় ত্রানের চাউল চুরি মাটির নিচে মেম্বারের বাড়ীতে চাউলের আড়ৎ।। ভোলার_লালমোহন_থানাধীন_লালমোহনের বদরপুর ইউনিয়ন, ৫নং ওয়ার্ডের জুয়েল মেম্বারের নিজ ঘরের “মাটির নিচে পাওয়া গেছে চাউলের আড়ৎ” পুলিশ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটির নিচ থেকে উদ্ধার করেন একাধিক চালের বস্তা। তবে এলাবাসী মনে করছেন এর পিছনে রাঘব বোয়ালদের ও হাত থাকতে পারে মেম্বার জুয়েলের বাসার মত অনেকের বাড়ীতে থাকতে পারে আর ও একাধিকজনের বাড়ীতে এরকম ত্রানের চাউল। জরুরী ভিত্তিতে অভিযান পরিচালনা করিলে আর ও অনেকের কাছে ত্রানের চাউল পাওয়া যেতে পেরে। এলাকার গরীব মেহনতী ত্রানের আশায় থাকা মানুষজন প্রসাশক ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। দয়াকরে সবাই বেশী বেশী শেয়ার করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ