Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্ন-মধ্যবিত্ত পরিবারের প্রতিবন্ধিদের মাঝে হুইপ ইকবালুর রহিম এর খাদ্য সহায়তা

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:০৩ পিএম

না পারে কইতে না পারে সইতে। তার উপর যদি পরনির্ভরশীল হতে হয়। এরকমই অবস্থায় পড়েছে নি¤œ ও নি¤œ মধ্যবিত্ত পরিবারগুলি। আর এসব পরিবারে যদি কোন প্রতিবন্ধি সদস্য থেকে থাকে তাহলে তা যে করোণা সংকটকালীন মুহুর্তে মরার উপর খড়ার ঘা হয়ে দাড়িয়েছে। এসব নিরবে সহে যাওয়া প্রতিবন্ধিদের খুজে খুজে বের প্রধান মন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তার কাজ শুরু করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আজ রোববার এমনই ৫০টি পরিবারে থাকা প্রতিবন্ধিদের হাতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধি তার উপর মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কষ্ট লাঘবের পাশাপাশি সামাজিক মর্যাদার বিষয়টি মাথায় রেখে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য সচিব অনামিকা পান্ডে’র সহায়তায় দিনাজপুর সদর উপজেলার প্রতিবন্ধিদের মাঝে বাড়ী বাড়ী খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
দিনাজপুর শহরের জেনারেল হাসপাতাল মোড় সংলগ্ন নাজমা রহিম ফাউন্ডেশন কমপ্লেক্সে নির্দিষ্ট কয়েকজন প্রতিবন্ধির হাতে খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, করোণা সংকট সৃষ্টির পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মানুষের খাদ্যের অভাব যাতে না হয় সে ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তবে খাদ্য সহায়তার নামে কোন রকম অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজীকে তিনি প্রশ্রয় দিবেন না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। যারা খাবার সংকটে আছেন জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানালে তাদের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা করবেন।
প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের কাছে খাদ্য সামগ্রী বিতরনকালে হুইপ বলেন হয়ত সব প্রতিবন্ধীদের দিতে পারছি না। তবে আমাদেরকে জানালে আমরা প্রতিবন্ধীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিবো। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য সচিব অনামিকা পান্ডে সহ ফেডারেশনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ