Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশি বেশি নামাজ-দোয়া পড়ুন

কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ গণভবনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১২:১৯ পিএম | আপডেট : ১০:৫৫ পিএম, ১২ এপ্রিল, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের মহামারী থেকে বাঁচতে সামাজিক দূরত্ব রক্ষা করে ঘরে বসে বেশি বেশি নামাজ ও দেয়া পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন। এ সময় তিনি কর্মজীবীদের ঘরে বসে পরিবারকে সময় দেয়ার পরামর্শ দেন।

গতকাল এক ভিডিও কনফারেন্সে তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। সম্ভাব্য অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে ফসলের উৎপাদন বৃদ্ধিতে আগামী বাজেটে সাড়ে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির ঘোষণার পাশাপাশি কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রনোদনা প্যাকেজ ঘোষণা করেন।

নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় লোকজনের সতর্ক করে দিয়ে তিনি বলেন, মানুষকে সহায়তায় যারা অনিয়ম-দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিচার করা হবে।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সশস্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল সার্জন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলায় বেশ কিছু প্রণোদনা দিয়েছি। শিল্প-কৃষি সব ক্ষেত্রে ব্যাপকভাবে প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। করোনার কারণে অনেক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বড় কথা মানুষ বাঁচানো। মানুষের জীবনযাত্রা যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেয়া।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী মারাত্মক খাদ্য সঙ্কট দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি নিজেরা উৎপাদন ঠিক রাখি তাহলে এই সঙ্কট মোকাবেলা করতে পারব। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, যাতে আমার দেশের মানুষ কষ্ট না পায়। পাশাপাশি আমরা অনেক দেশকে সহযোগিতা করতে পারি। রফতানি করতে পারি সেই বিষয়টা মাথায় রেখেই আপনারা উৎপাদন বাড়াবেন। তিনি আরো বলেন, কারও এতোটুকু জমিও যেন অনাবাদি না থাকে। আপনারা বাড়ির পাশে এবং ছাদে টবের মধ্যেও গাছ লাগান। যেটাই উৎপাদন করবেন সেটাই কাজে লাগবে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া হবে উল্লেখ করে বলেন, কৃষিখাতে চলতি মূলধন সরবরাহে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার নতুন একটি পুন: অর্থায়ন স্কিম গঠন করবে। এখান থেকে শুধু কৃষি খাতে গ্রাহক পর্যায়ে ঋণ দেয়া হবে। যার সর্বোচ্চ সুদহার হবে ৫ শতাংশ। এই তহবিল থেকে গ্রামাঞ্চলে যারা ক্ষুদ্র ও মাঝারি চাষি তাদের জন্য ঋণ দেয়া হবে। কৃষি, ফুল, ফল, মৎস্য, পোল্ট্রি, ডেইরি ফার্ম ইত্যাদি সকল কর্মকান্ডে এখান থেকে সহায়তা পাবেন।

তিনি আরো বলেন, কোনো মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ রেখেই ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করছি। কৃষি মানে গ্রাম অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি চাষি। কারণ, আমাদের দেশের কৃষক শ্রমিক দিনমজুর থেকে শুরু করে কামার-কুমার তাঁতি জেলে সবার জন্য সাহায্য করতে আমরা প্রস্তুত। পাশাপাশি সারের ভর্তুকি হিসেবে আগামী অর্থবছরের বাজেটে ৯ হাজার কোটি টাকার বরাদ্দ দেয়া হবে। যাতে কৃষকের উৎপাদন ব্যাহত না হয়।
প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে শিল্প খাতের জন্য ৭২ হাজার কোটি টাকার বেশি কয়েকটি প্রণোদনা ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে বোরো ফসল উঠবে। কৃষক যেন সঠিক মূল্য পায় বিষয়টি লক্ষ রেখে খাদ্য মন্ত্রণালয় গত বছরের তুলনায় এবছর বেশি ধান চাল ক্রয় করবে। তিনি বলেন, ধান কাটা ও মাড়াই যান্ত্রিকীকরণের জন্য ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

এছাড়া বীজ, চারা রোপণের জন্য আরো ‘দেড়শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। কেউ পেঁয়াজ, রসুন, আদাসহ মসলা জাতীয় কিছু উৎপাদন করলে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার আরেকটি উদ্যোগ বর্তমানে চলমান রয়েছে। আগেই চালু এই উদ্যোগ অব্যাহত থাকবে। তবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যত কমানো যায়, সেটিই ভালো। ফসল তরি-তরকারি, ফলমুল নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ, এগুলো বিক্রয় কেন্দ্রে পাঠানোর জন্য তার সরকার কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

পণ্য বাজারজাত করার সময়ও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, হাট-বাজার একেবারে বন্ধ না রেখে বড় একটি মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সপ্তাহে একদিন হলেও এগুলো বিক্রীর উদ্যোগ নেয়া যেতে পারে। সেখান থেকে মানুষ পণ্য কিনে নেবে, কিন্তু অনেক মানুষের ভড়ি যেন না হয় সেদিকে সকলে লক্ষ রাখবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা মিলিতভাবে এবং পরিকল্পনা করে যদি এ ধরনের উদ্যোগ নেন তাহলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হবে না। তিনি এ সময় দুধের মূল্য নিশ্চিত করতে এটি রিলিফে দেয়ার উদ্যোগ গ্রহণে এবং দুগ্ধজাত সামগ্রী প্রস্তুত করে এই দুধকে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণেও আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত মসজিদের এক ইমাম জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজ দশজনে পড়েছেন এবং ওয়াক্তের নামাজে পাঁচজনের বেশি মুসুল্লি উপস্থিতি রাখছেন না। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, আসলে সবাইকে দোয়া করতে হবে। যেন এ করোনাভাইরাস থেকে আমরা রক্ষা পাই। আপনারা জানেন, সউদী আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে। ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। কাজেই, ঘরে বসে যত বেশি দোয়া পড়া যায়। আর এখন তো কাজ নেই বেশি। কাজেই, বেশি বেশি করে দোয়া করতে হবে। যাতে আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস সম্পর্কে দেশবাসীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ, এটি সংক্রামক। কখন সংক্রামিত হবে তা বোঝা খুব কষ্টকর। এটাই হচ্ছে এ ভাইরাস নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয়।

নববর্ষের দিন ঘরে অবস্থান করে এবং বাইরে কোনো জনসমাগম না করে পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ আসে, সেই দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলা করতে হয়। যে নির্দেশগুলো আমরা দিয়েছি বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া হচ্ছে বা প্রতিনিয়ত রেডিও, টিভি, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হচ্ছে দয়া করে সেগুলো একটু মেনে চলুন। এটা মেনে চললে নিজে যেমন ভালো থাকবেন তেমনি অন্যকেও আপনি সুরক্ষিত করবেন। নিজের জন্য নিজের ওপরে যেমন আপনার দায়িত্ব আছে তেমনি অন্যের ওপরেও রয়েছে। সে কথাটা সবাইকে মনে রাখতে হবে।

আর যারা হাত পাততে পারেন না তাঁদের সকলের ঘরে খাদ্য পৌঁছে দেয়ার কথা পুণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, কাজ না থাকায় অনেকে কাজ করতে পারছেন না আবার রিলিফও চাইতে পারছেন না, এরকম বহু পরিবার রয়েছে। তাঁদেরকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা আমরা ইতোমধ্যে নিয়েছি। সেটা সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।

তাছাড়া, ১০ টাকা কিলোয় চাল বিক্রী, ওএমএস-এর চালেরও দাম কমিয়ে দেয়া হয়েছে। কাজেই, আমাদের খাদ্যের কোনো অভাব নেই বরং যথেষ্ট খাদ্যসামগ্রী রয়ে গেছে সেটা আমরা প্রয়োজনে দিতে পারব। তিনি ত্রাণ সরবরাহে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে এ ধরনের ঘটনার তাৎক্ষণিক শাস্তি বিধান করা হবে। কারণ, এই ধরনের দুর্নীতি আমরা কখনোই বরদাশত করব না।

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশে এ ভাইরাস মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। এ ভাইরাস থেকে বাঁচার জন্য সব কর্মসূচি বন্ধ করে দিয়েছি। সবাই ঘরে থাকুন। বাইরে যাওয়ার প্রয়োজন নেই। জানি, মানুষের কষ্ট হবে কিন্তু আমরা করণীয় করে যাচ্ছি। এজন্য আমরা ২৩টি নির্দেশনা তৈরি করেছি। সর্দি-কাশি হলে প্রচুর গরম পানি খান। হাসপাতালগুলোতে আইসোলেশন খোলা হয়েছে। করোনা রোগীর জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করে দিয়েছি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। আমাদের সংবাদমাধ্যম অত্যন্ত ঝুঁকি নিয়ে সচেতনতামূলক জিনিস প্রচার করছে। তিনি বলেন, আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। যেটুকু সীমিত আকারে ঘরে বসে পালন করা যায়, সেটুকু করবেন। বর্ডার গার্ড বাংলাদেশকে এ সময় সীমান্তে কড়াকড়ি আরোপ এবং বাংলাদেশে যেন কেউ ঢুকতে না পারে এবং কেউ ঢুকলে তাকে সেখানেই কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণেও নির্দেশ দিয়েছি।

করোনায় যারা মৃত্যুবরণ করছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।



 

Show all comments
  • *হতদরিদ্র দিনমজুর কহে* ১২ এপ্রিল, ২০২০, ১২:৩২ পিএম says : 1
    আপনী বেশী বেশী দোয়া আর নামাজ পড়তে বলেছেন।এ কথায় অনেকে খুশি হয়েছেন।সত্যি কথা আমরা যারা প্রত্যান্ত গ্রামে বাস করি,আমরা উপলব্দি করছি নামাজির সংখ্যা অনেক বাড়ছে।অনেকেই এখন টুপি মাথায় রাখে।এটা আমাদের জন্য নেয়ামতের সূসংবাদ।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১২ এপ্রিল, ২০২০, ৪:০৮ পিএম says : 2
    মাননীয় প্রধান মন্ত্রী আপনাকে গভীর শ্রদ্ধা ও সালাম। মাননীয় প্রধান মন্ত্রী আপনি বিশ্ব মানতবার মা আমাদের বেশি বেশি নামাজ দোয়া পড়ার আহবান জানিয়েছেন। মহান রাহমানের রাহিমের পবিত্র দরবারে আমরাও দেশ জাতি আপনার শারীরিক সুস্থতার জন্যে দোয়া প্রার্থনা করিতেছেন ইনশাআল্লাহ । আল্লাহ্ আপনাকে শারীরিক সুস্থতা মাঝেই রাখুন। করোনা নামের মহামারী সারাবিশ্বের মানুষের জীবনের নৈতিকতা শিক্ষার আদশ‍্য চরিত্রের বিরাট পরিবর্তনগুলো দৃশ্যমান হচ্ছে। যুগে যুগে আল্লাহ্ জমিনজুড়ে বিভিন্ন ভাবে বালা মুছিবত দিয়ে মানুষের ঈমানের পরিক্ষা জানমালের পরিক্ষা করেন। মহান রাব্বুল ইজ্জত আল্লাহ্। দৈর্য ধারণকারীরা পুরুষ্কার প্রাপ্ত হন। আল্লাহ্ বাংলাদেশের মানুষ কে এই মহামারী ভাইরাস রক্ষা করুন। আমিন। অত্যন্ত দুঃখজনক বলছি বিশালসংখ্যক মানুষের এখনো হুস জ্ঞান নেই। রাতদিন সোশ্যাল মিডিয়া নাটক সিনিমায় রং তামাশায় ব‍্যস্থ শয়তানের কাজের শৃঙ্খল হতে বাহিরে আসতে পারছেনা মহান আল্লাহ্ বিড়াদিত শয়তান হতে বাচতে আল্লাহর সাহায্য কামনা করতে বলেছেন। দোয়া শিখিয়ে দিয়ে ছেন। করোনা ভাইরাসের শ্রেণি চরিত্র অদ্ভুত কখন কাকে আক্রান্ত করবেন। কার বিরুদ্ধে কি ব‍্যবস্থা নিবেন করোনার মালিক কতৃক নিদ্ধারীত হয়ে আছেন। অদৃশ্য শক্তি অদৃশ্য করোনার শারীরিক পরিবর্তন বিজ্ঞানীরা নানা দৃশ্য দেখে হয়রান হয়ে যাচ্ছেন। ভাইরাস পকৃতির সৃষ্টির নমুনা তার শারীরিক পরিবর্তন ৩৮০ রকমের বিন্নতা পরিলক্ষিত হচ্ছে জীবপু পরমানু বিজ্ঞানীর কাছে আন্তর্জাতিক গন মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভয়ংকর তথা উপাপ্ত দেখে শংকিত আতঙ্কবোধ করছি। আপনার দিন রাত পরিশ্রম নির্দেশনামূলক বাণী। আশাবাদী আশান্বিত হচ্ছি। উন্নত বিশ্বের ভয়াবহতা মৃত্যুর মিছিলে লাশের চিত্র সবিস্তারে বর্ণনা দেখেও। মানুষ শৃংখলা পরায়ন হচ্ছে না কেন। আইন শৃংখলা বাহিনীর লাখো বীর যুদ্ধা হাজার হাজার ডাক্তার মানব কল‍্যানে চিকিৎসা সেবায় বিরাট অংশ রাজপথে। জাতির কান্তিলগ্নে বৃহত্তর স্বার্থেই শৃংখলার জন‍্য কঠোর কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। কারণ আপনি জাতির পিতার মানবতাবাদী সন্তান। এই যুদ্ধ আপনার বিজয় হবার একমাত্র ঔষধ শৃংখলা শৃংখলা আর শৃংখলা। আবারো পরণ করুনাময় আল্লাহ্ তায়ালার দরবারে আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ্ আমাদের হেফাজত করুন। বিশ্বের প্রত‍্যেক মানুষ কে হেফাজত করুক। আমিন।
    Total Reply(0) Reply
  • md.ataur rahman ১২ এপ্রিল, ২০২০, ৭:২২ পিএম says : 1
    We have to know what is eman? bathroom to bangabavon dominate by the holy quran.
    Total Reply(0) Reply
  • Salah Uddin ১২ এপ্রিল, ২০২০, ৯:৫৮ পিএম says : 1
    আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উপদেশ বাণী অনেক ভালো লাগলো। মাঝে মাঝে আপনার এমন উপদেশ বাণী অনেক ভালো লাগে এবং মনে হয় বঙ্গবন্ধুর কন্যা যথার্থ কন্যা হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু যেভাবে দেশের মানুষকে ভালোবেসেছেন তা আমরা কোনদিন পারবো না। তার দেয়া ভাষণ গুলো আমাদের প্রাণ মন জুড়িয়ে দেয়। সত্যি তিনি একটি সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু পারেননি এ দেশের কুচক্রীমহল মোনাফেক মানুষদের কারণে। যারা তাকে ভালোবাসার নামে ছলনা করে ঘাপটি মেরে বসেছিল তাকে বিপদে ফেলার জন্য। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফেরার পর তিনি সকলের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি আফসোস করেছিলেন এদেশের মানুষের চরিত্র সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে। বিদেশ থেকে আমাদের দেশের জন্য সাহায্য আনেন আর এদেশের চোরেরা তা লুটেপুটে খায়। মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্যোগময় মুহূর্তে আপনি দেশের জন্য যে আশার আলো দেখিয়েছেন তা অবশ্যই দেশের কল্যাণ মানুষের কল্যাণ বয়ে আনত। কিন্তু আপনার এই দেশের মানুষের নেতৃস্থানীয় ব্যক্তি যারা নিজেদেরকে জনপ্রতিনিধি দাবি করে তা আপনার এই মহৎ কাজ সফল হতে দিবে না। গতকাল একজন ব্যক্তি অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আর আর দশ বছরের একটি মেয়ে দুইদিন খাবার না পেয়ে বাবার কাছে খাবার চায় বাবা তাকে বকা দেওয়ার কারণে মেয়েটি আত্মহত্যা করে খবরের কাগজে আমরা যা দেখতে পেয়েছি। অথচ আপনার দেয়া ত্রান যদি সঠিকভাবে বন্টন করা হতো তাহলে এদেশের একজন মানুষ না খেয়ে থাকতো না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন আপনি যদি এই সকল দুর্নীতিবাজ চোর ডাকাতদের কে কঠোর হস্তে দমন করেন তাতে আপনার ক্ষমতার ভারসাম্য মোটেই নষ্ট হবে না উপরন্ত আপনি এদেশের মানুষের হৃদয় জয় করে নিবেন ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Salah Uddin ১২ এপ্রিল, ২০২০, ১০:১৩ পিএম says : 1
    আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উপদেশ বাণী অনেক ভালো লাগলো। মাঝে মাঝে আপনার এমন উপদেশ বাণী অনেক ভালো লাগে এবং মনে হয় বঙ্গবন্ধুর কন্যা যথার্থ কন্যা হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু যেভাবে দেশের মানুষকে ভালোবেসেছেন তা আমরা কোনদিন পারবো না। তার দেয়া ভাষণ গুলো আমাদের প্রাণ মন জুড়িয়ে দেয়। সত্যি তিনি একটি সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু পারেননি এ দেশের কুচক্রীমহল মোনাফেক মানুষদের কারণে। যারা তাকে ভালোবাসার নামে ছলনা করে ঘাপটি মেরে বসেছিল তাকে বিপদে ফেলার জন্য। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফেরার পর তিনি সকলের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি আফসোস করেছিলেন এদেশের মানুষের চরিত্র সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে। বিদেশ থেকে আমাদের দেশের জন্য সাহায্য আনেন আর এদেশের চোরেরা তা লুটেপুটে খায়। মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্যোগময় মুহূর্তে আপনি দেশের জন্য যে আশার আলো দেখিয়েছেন তা অবশ্যই দেশের কল্যাণ মানুষের কল্যাণ বয়ে আনত। কিন্তু আপনার এই দেশের মানুষের নেতৃস্থানীয় ব্যক্তি যারা নিজেদেরকে জনপ্রতিনিধি দাবি করে তা আপনার এই মহৎ কাজ সফল হতে দিবে না। গতকাল একজন ব্যক্তি অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আর আর দশ বছরের একটি মেয়ে দুইদিন খাবার না পেয়ে বাবার কাছে খাবার চায় বাবা তাকে বকা দেওয়ার কারণে মেয়েটি আত্মহত্যা করে খবরের কাগজে আমরা যা দেখতে পেয়েছি। অথচ আপনার দেয়া ত্রান যদি সঠিকভাবে বন্টন করা হতো তাহলে এদেশের একজন মানুষ না খেয়ে থাকতো না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন আপনি যদি এই সকল দুর্নীতিবাজ চোর ডাকাতদের কে কঠোর হস্তে দমন করেন তাতে আপনার ক্ষমতার ভারসাম্য মোটেই নষ্ট হবে না উপরন্ত আপনি এদেশের মানুষের হৃদয় জয় করে নিবেন ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১২ এপ্রিল, ২০২০, ১১:১৮ পিএম says : 1
    মানুষ তাঁর প্রথম পরিচয় দিয়ে থাকেন ধর্মের ভিত্তিতে। যেমন অনেকেই প্রথমে তাঁর নাম বলেন, নাম শুনলেই বেশীর ভাগ ক্ষেত্রেই বুঝা যায় তাঁর ধর্ম। আবার অনেকেই প্রথমেই বলেন আমি মুসলমান, যে যেভাবেই বলুক না কেন আমরা বুঝি তাঁর ধর্মের পরিচয়। এখানে প্রধানমন্ত্রী একজন মুসলমান কাজেই প্রথমেই তাঁকে আল্লাহ্‌র কথা মনে রেখেই সবকথা বলতে হবে তাহলে তাঁর কথার কোন ভুল সাধারণত হবে না। নেত্রী হাসিনার এসময়ে যা বলার দরকার এবং করার দরকার তিনি তাই বলছেন এবং করেছেন। আমি ব্যাক্তগতভাবে ওনাকে চিনি আমার এখনও সবসময় মনে পরে আমি যখন ওনার নিকট থেকে বিদায় নিয়ে প্রবাসী জীবনে পদার্পণ করেছিলাম প্রথমে তিনি আমাকে দেশ ছাড়তে নিরুৎসাহ করলেও পরে তিনি আমাকে অনুমতি দিয়ে দোয়া করেছিলেন, “আল্লাহ্‌ আপনাকে সেখানে উন্নতী দান করুন”। ১৯৮৮ সাল তখন তিনি বিরুধী দলের নেত্রী আমার সরাসরি নেত্রী কাজেই দেশ ছাড়ার বিষয়ে ওনার অনুমতি ও দোয়া আমার প্রয়োজন ছিল। ওনার সেদিনের দোয়া আল্লাহ্‌ কবুল করেছিলেন কারন তিনি তখন আল্লাহ্‌র পক্ষ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং সেই কারনেই আমি আল্লাহ্‌র হুকুম মতে ওনার দোয়া নিয়েই প্রবাসী জীবন শুরু করেছিলাম। আজ আমি সত্যকারেই জীবন যুদ্ধে জয়ী এখানে আমার সন্তানরা ইসলাম ধর্মের উপর থেকে শিক্ষিত হয়ে পেশাজীবি হিসাবে দায়ীত্ব পালন করে যাচ্ছে। আমিও সরকারি চাকুরি পেয়েই এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছিলাম। এসব আল্লাহ্‌র উপদেশ মানা এবং সেইভাবে চলার কারনেই হয়েছে। আমি এখানে গর্ভ প্রকাশ করছিনা আমি আমার প্রতি আল্লাহ্‌র অনুগ্রহের ব্যাখা দিচ্ছি এই আশা নিয়ে যে, আমরা সবাই আল্লাহ্‌র হুকুম মেনে নিজের ভবিষত গড়ে তুলব ইনশ’আল্লাহ। কাজেই আমি বলতে পারি নেত্রী হাসিনা একজন আল্লাহ্‌ ভক্ত মানুষ তাই আল্লাহ্‌ ওনার মোনাজাত কবুল করেন এটাই সত্য। আমরা দেখতে পাচ্ছি তাঁর কর্মের জন্যে তিনি কিভাবে আস্তে আস্তে ক্ষমতায় এসে তাঁর যোগ্যতা প্রমাণ করে দেশকে উচ্চ শিখরের দিকে নিয়ে যাচ্ছেন। কাজেই জোড় গলায় বলা যায় তিনি মহান আল্লাহ্‌র কথা শুনেন বলে আল্লাহ্‌ শেখ হাসিনার পাশে থাকেন। আল্লাহ্‌ নেত্রী হাসিনাকে দেশের ও দেশের জনগণের কল্যাণ করার ক্ষমতা দান করুন সাথে সাথে ওনাকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • Mahmudul Hasan ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩০ এএম says : 1
    Honorable Prime Minister, please take necessary action to transfer fund to the beneficiary directly through Bank Account or, Nogod Account.
    Total Reply(0) Reply
  • Rafi Meer ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩০ এএম says : 1
    Honorable Prime Minister Pls import Digital Thermometer, that can be test every place people’s body temperatures in 15sec. Malaysia every place people’s using.. Regards RafiMeer Malaysia
    Total Reply(0) Reply
  • Hk Harun Khan ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩১ এএম says : 1
    মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে এই দুর্দশায় জনগণের পাশে দাঁড়াতেন এভাবে যদি আপনার নেতৃবৃন্দ সবাই দাঁড়াতো তাহলে আপনার বদনাম হতো না আমি মনে করি আপনি যে কাজটা করতেছে অনেক ভালো কাজ করতে পারে এমন প্রধানমন্ত্রী আমরা চাই প্লিজ আপনি দয়া করে তাদের কঠোর শাস্তি দেবে
    Total Reply(0) Reply
  • Shamim Hossain ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩১ এএম says : 1
    মাননীয় প্রধানমন্ত্রী আপনি ত্রানের চাল চোর বিরুদ্ধে ব্যবস্থা নেন চাল চুরি ঠেকানো ব্যবস্তা করবেন।
    Total Reply(0) Reply
  • Ni Rob ১৩ এপ্রিল, ২০২০, ১২:৩১ এএম says : 1
    এগুলো যদি সত্যিই বাস্তবায়ন করা যায়, এই মহামারীতে আল্লাহর রহমতে আমাদের দেশে খাদ্য সংকট হবেনা ইন্সায়াল্লাহ, কিন্তু এই লোন পাওয়ার ব্যাংকিং প্রসেসটা আরো সহজ করতে হবে, তা না হইলে কৃষক পর্যন্ত এ টাকা সহজে পৌছবে না।
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ১৩ এপ্রিল, ২০২০, ৫:৪৯ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আপনার আহবানে ইনশাল্লাহ আমরা সাড়া দেব, পাশাপাশি চূরি এবং অশ্লীলতা বন্ধে আপনি আরও হওয়ার আহবান জানাই। আল্লাহ তায়ালা আপনাকে তৌফিক দান করুক।
    Total Reply(0) Reply
  • Tajul Islam ১৩ এপ্রিল, ২০২০, ১২:৫৪ পিএম says : 0
    you are right. we should accept this advise. There is no way.
    Total Reply(0) Reply
  • Fahima ১৩ এপ্রিল, ২০২০, ১২:৫৫ পিএম says : 0
    May Allah Save us from this Corona virus
    Total Reply(0) Reply
  • আবেদ খান ১৩ এপ্রিল, ২০২০, ১২:৫৮ পিএম says : 0
    মহান আল্লাহ তায়ালার খাস রহমত ছাড়া এই মহা বিপদ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না।
    Total Reply(0) Reply
  • ইমরান ১৩ এপ্রিল, ২০২০, ১:০০ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর উপদেশ দিয়েছেন। আমাদের সকলের উচিত বেশি বেশি আল্লাহর ইবাদত করা। তার কাছে ক্ষমা প্রার্থনা করা।
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৩ এপ্রিল, ২০২০, ১:০১ পিএম says : 0
    শেখ হাসিনার বলা কথাগুলো যদি আমরা মানি, তাহলে হয়তো আমরা এই মহা বিপদ থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতে পারবো, ইনশা আল্লাহ
    Total Reply(0) Reply
  • শাহে আলম ১৩ এপ্রিল, ২০২০, ১:০২ পিএম says : 0
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত যদি বাকি নেতারা হতো তাহলে দেশ আরও আগেই অনেক দূর এগিয়ে যেতো।
    Total Reply(0) Reply
  • নাবিল ১৩ এপ্রিল, ২০২০, ১:০৪ পিএম says : 0
    এই মহামারী থেকে বাঁচতে সামাজিক দূরত্ব রক্ষা করে ঘরে বসে বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা দরকার।
    Total Reply(0) Reply
  • রিফাত ১৩ এপ্রিল, ২০২০, ১:০৫ পিএম says : 0
    করোনাভাইরাস সম্পর্কে দেশবাসীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ, এটি সংক্রামক। কখন সংক্রামিত হবে তা বোঝা খুব কষ্টকর। এটাই হচ্ছে এ ভাইরাস নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয়।
    Total Reply(0) Reply
  • তফসির আলম ১৩ এপ্রিল, ২০২০, ১:০৬ পিএম says : 0
    ইনশা আল্লাহ , আপনার নেতৃত্বেই আমরা এই সংকট থেকে পরিত্রাণ পাবো
    Total Reply(0) Reply
  • অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী ১৩ এপ্রিল, ২০২০, ৫:০৬ পিএম says : 0
    যেখানে বিশ্বের অসংখ্য দেশেই করোনা ভা্সইরাসের প্রাদুর্ভাবে মসজিদে জামাত নিষিদ্ধ করেছে। ঠিক সেই সময়ই সল্পপরিসরে হলেও বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে ৫ ওয়াক্ত জামাত ও জুম্মার নামাজ আদায় হচ্ছে। নিঃসন্দেহে এউদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মভীরুতা ও আল্লাহভীতির বহিঃপ্রকাশ। তদুপরি হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের বেশী বেশী নামাজ ও দুয়া করার জন্য বলা। আমি মনেকরি শুধু প্রচেষ্টাই নয় বরং সাফল্যের জন্য আল্লাহর সাহায্যও প্রয়োজন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় বিশ্বাস রয়েছে।
    Total Reply(0) Reply
  • মোঃ মাহমুদুল হাসান ১৩ এপ্রিল, ২০২০, ৫:১৪ পিএম says : 0
    আশা করাছি মাননীয় প্রধানমন্ত্রীর এমন আহ্বানে দেশের সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমানরা অনুপ্রাণীত হবেন এবং সময়োগযোগি নির্দেশনা প্রদানের জন্য সকলের হৃদয়ে স্থান পাবেন। সুচারু ও বিচক্ষনতার সাথে এমন একটি বাক্যকে হেড লাইন করার জন্য দৈনিক ইনকিলাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ