পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩০। এ ছাড়া, নতুন শনাক্ত হয়েছেন ৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮২ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন আছেন ৪১৬ জন।
গতকাল করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদের মধ্যে নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোতে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৯৫৪ জনের। তাদের মধ্যে ৫৮ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যুবরণ করেছেন আরও তিন জন। এ নিয়ে মোট মারা গেছেন ৩০ জন। এ পর্যন্ত দেশে ৮ হাজার ৩১৩ জনের পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে। আগামী কয়েকটা দিন কষ্ট করুন। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর করতে জনগণকে ঘরে থেকে সুস্থ থাকতে অনুরোধও জানান তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪টি পরীক্ষার পর আমরা নতুন ৫৮ জনের মধ্যে সংক্রমণ পেয়েছি। সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪৮২। আমরা আরও তিন জনকে হারিয়েছে। এই তিন জন মিলে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩০।
তিনি জানান, আরও তিন জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর। এ নিয়ে মোট ৩৬ জন সুস্থ হয়েছেন। যে তিন জন মারা গেছেন, তাদের মধ্যে দুই জন ঢাকার বাইরে ও একজন ঢাকা শহরের। তাদের বয়স যথাক্রমে ৩৮, ৫৫ ও ৭৪ বছর। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে সর্বোচ্চ ৩১-৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৭ জন এবং ৪১-৫০ বছর বয়সের মধ্যে ১৫ জন। এদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী। এ ছাড়া, তাদের মধ্যে ১৪ জন ঢাকার এবং নারায়ণগঞ্জের আট জন।
ডা. সেব্রিনা ফ্লোরা জানান, সর্বমোট ৪৮২ জনের মধ্যে ৩১-৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন সর্বোচ্চ সংখ্যক শতকরা ২২ ভাগ। এরপরে ২১-৩০ বছর বয়সের মধ্যে শতকরা ১৯ ভাগ এবং ৪১-৫০ বছর বয়সের মধ্যেও রয়েছেন শতকরা ১৯ ভাগ। তাদের মধ্যে ৭০ ভাগ পুরুষ ও ৩০ ভাগ নারী। ৪৮২ জনের মধ্যে ৫২ ভাগই ঢাকা শহরের। ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছেন শতকরা ৩৫ ভাগ। আর বাকিরা অন্য বিভাগগুলোতে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ৯৪ জনের, মৃত্যু হয়েছিল ৬ জনের।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।