পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সন্দেহে রোগীকে রাখা হয় কোয়ারেন্টিনে। কোথাও আবার সনাক্তের পর বাড়িঘর লকডাউন করা হয়। নমুনা সনাক্তে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। আমাদের ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে সাত করোনা রোগী শনাক্ত হওয়ায় ৪০টি বাড়ি লকডাউন করা হয়। লকডাউন একটি ব্যাংকের শাখা, একটি শপিংমলসহ বেশ কয়েকটি দোকানপাট। যেখানেই রোগী পাওয়া যাচ্ছে সেখানে বাড়িঘর লকডাউন করে দিচ্ছে পুলিশ। তবে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করোনা চিকিৎসায় অতি জরুরি ওষুধ সরঞ্জামসহ রোজায় প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা চলছে।
চট্টগ্রাম মহানগর ও জেলায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে শনাক্ত হওয়া নগরীর ফিরিঙ্গিবাজারের এক রোগীর বহুতল ভবন, অন্যদিকে আকবরশাহ এলাকায় শনাক্ত রোগীর ঘরসহ দুটি ঘর লকডাউন করেছে পুলিশ। নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, নগরীতে চারজন রোগী শনাক্ত হওয়ায় দামপাড়া, হালিশহ, অলঙ্কারসহ বিভিন্ন এলাকায় ১৯টি ভবন লকডাউন করা হয়েছে। জেলার সীতাকুন্ডে একজন রোগী শনাক্ত হওয়ায় সেখানে সাতটি বাড়ি এবং নগরীতে আক্রান্ত একজন বেড়তে যাওয়ায় সাতকানিয়া ও চন্দনাইশে প্রায় ১৪টি বাড়ি লকডাউন করা হয়। যশোর ব্যুরো জানায়, যশোরে ৮২জনের মধ্যে ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা নেই বলে গতকাল শনিবার জানিয়েছেন যশোরের সিভিলে সার্জন ডা. শাহিন। এদিকে, কেন্দ্রীয় কারাগারের এক হাজাতীকে শুক্রবার রাতে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তিনি নারী নির্যাতন মামলার আসামি। তার সর্দি কাশি রয়েছে। শনিবার সকালে তার নমুনা পরীক্ষার জন্য খুলনা ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের সুপার ডা. দীলিপ কুমার রায় জানান, এই নিয়ে হাসপাতালের আইসোলেশনে ও কোয়ারেন্টিনে ভর্তির সংখ্যা দাঁড়াল মোট ৫৬।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এই দুই রোগিকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।
তিনি বলেন, যে দুইজনকে ভর্তি করা হয়েছে এদের একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায়। এদের মধ্যে পাবনা থেকে আসা যুবক ছাত্র। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১০৭০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫২ জন।
নোয়াখালী ব্যুরো জানায়, সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে সর্দি, জ¦র ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে নিহত ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) এর করোনা প্রজেটিভ এসেছে। ওই প্রবাসীকে চিকিৎসা দেওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশেষ লকডাউন করা হয়েছে সোনাপুর ইউনিয়নকে। প্রবাসী ও তার পরিবার বিষয়টি গোপন রেখে স্থানীয় ভাবে চিকিৎসা নেওয়ায় এবং বর্তমানে তার করোনা প্রজেটিভ আসায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে এ নিয়ে মোট তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। এ ঘটনায় ওই ব্যক্তির গ্রাম লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন। করোনায় আক্রান্ত ওই ব্যক্তির নাম মহিউদ্দিন (৪০) ওরফে সালাম।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে নতুন করে ৬৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। এরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ঝালকাঠিতে প্রবেশ করেছেন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২৬ জনসহ ১৫১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকা ফেরত। ইতিমধ্যে ৩৩৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। করোনা সন্দেহে নতুন করে ১১ জনসহ এ পর্যন্ত জেলায় ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জে দুই নারীসহ দশজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ২জন, গজারিয়ায় ৩জন, টংগীবাড়িতে ৩জন, সিরাজদিখানে ১জন, শ্রীনগরে ১জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ৭জন করোনা আক্তান্ত রোগীর তালিকা পাওয়া গেছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে দুজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, করোনাভাইরাস আক্রন্ত সন্দেহে ঢাকা থেকে আসা দুই পরিবারের ৬জনকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার কোদলা গ্রাম থেকে এ্যাম্বুলেন্স যোগে তাদেরকে সদর হাসপাতালে আনা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবর”দ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। গতকাল শনিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এ সংক্রান্ত ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক। সন্ধ্যা ৬ টায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪জন ভর্তি রয়েছেন। তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের চরভদ্রাসনে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে আরো তিনজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ব্যক্তিরা কিছুদিন ধরে জ্বর, কাশি, মাথা ব্যাথায় আক্রান্ত হন।
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ঘাটাইলে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত রোগীর নাম মহিউদ্দিন (২৪)। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলী পশ্চিমপাড়া গ্রামের র”স্তম আলীর ছেলে। সে করোনায় আক্রান্তের তথ্য গোপন করে বাড়িত্ইে অবস্থান করছিল।
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানার কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে ওই থানায় কর্মরত ৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ওই থানার ওসি ও সেকেন্ড অফিসার নিজের বাসায় হোম কোয়ারেন্টিনে থাকছেন।
হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে করোনা সন্দেহভাজন এক অসুস্থ রোগী বহনকারী ট্রাকের চালক কয়েকদিন ধরে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। গতকাল শনিবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ জানানো হয়। তিনি একই সঙ্গে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ৩ জনই পুরুষ বয়স ১৮-২২, তারা নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঠাকুরগাঁও এসেছেন, টেলিফোনে শনিবার সন্ধ্যা ৬ টায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। আক্রান্তদের ২ জন হরিপুরে এবং ১ জনকে পীরগঞ্জে নিজ এলাকায় আইস্যুলেশনে রয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে একই পরিবারের তিনজনের করোনা সনাক্ত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।