Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণে লিগ্যাল নোটিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন করে সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের জন্য সরকারকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ই- মেইলের মাধ্যমে সরকারের খাদ্য, ত্রাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর এ নোটিস দেয়া হয়। সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ব্যারিস্টার সেহাবউদ্দীন খান এ নোটিস দেন। নোটিসে মহাদুর্যোগ করোনাভাইরাস থেকে জনসাধারণের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা দূর করতে ও ত্রাণ বিতরণের আগে আত্মসাৎ ঠেকাতে এই নোটিস দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয় নোটিসে।

পরিকল্পনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালককে নোটিসে বিবাদী করা হয়েছে। নোটিসপ্রাপ্তির এক সপ্তাহের মধ্যে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর মাধ্যমে তাদের কাছে খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছানোর দাবি জানানো হয়েছে নোটিসে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ