Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

দেশে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৩০এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল শনিবার পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল বিমান। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের মোট ৬৯৮টি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একের পর এক ফ্লাইট বাতিল, বাতিল হওয়া ফ্লাইটের টাকা যাত্রীদের ফেরত দেয়া, বিমানের রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনের জন্য সরকারের কাছে ৬২৮ কোটি চেয়েছিল রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ