Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের ছুটি বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগসহ দেশের অধস্তন সব আদালতের সাধারণ ছুটি ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল শনিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিজ্ঞপ্তির কথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ব্যারিস্টার সাইফুর রহমান আরো জানান, ছুটি বাড়ানোর সিদ্ধান্তের আগে গতকাল শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সকল বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশ নেন। বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও স্বল্প পরিসরে আদালতের কার্যক্রম চালানো যায় কি না- এ বিষয়ে আলোচনা হয় বৈঠকে। কিন্তু করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় পরে স্বল্প পরিসরেও আদালত চালু করা যথাযথ হবে না- মর্মে সিদ্ধান্ত হয়। স্বল্প পরিসরে আদালত চালু করলেও তাতে আদালতের বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী এবং সংবাদকর্মীদের ন্যূনতম ভিড় পরিলক্ষিত হবে। এতে আদালতে উপস্থিতি প্রতিটি মানুষের মাঝে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হবে। তাই কোনো অবস্থাতেই স্বল্প পরিসরেও আদালতের কার্যক্রম চালু করা সমীচীন হবে না- মর্মে সিদ্ধান্ত হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বল্প পরিসরে ম্যাজিস্ট্রেট আদালত খোলা রাখা হয়েছে- যদিও সেটি ঝুঁকিপূর্ণ।
প্রসঙ্গত : এর আগে করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার প্রথম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষও ছুটি বাড়িয়েছে। গতকাল তৃতীয় বারের মতো ছুটি বাড়ানো হয় আদালতের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ