Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাঁকা সান্তাহার জংশন অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

সান্তাহার জংশনে দেখা মিলছে না কোন যাত্রীর। করোনাভাইরাস রোধে রেলপথ বন্ধ করে দেয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উত্তরাঞ্চললের বৃহত্তম জংশন এখন জনশূন্য। পাশাপাশি স্টেশনের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায় স্টেশন সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট সকল দপ্তরের লোকজন অলস সময় কাটাচ্ছেন।
সান্তাহার জংশন থেকে মিটারগ্রেজ লাইনে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া, দিনাজপুরগামী দোলনচাপ, বোনারপাড়াগামী পদ্বরাগ, মেইল ট্রেনসহ প্রায় ৮টি ট্রেন চলাচল করে প্রতিদিন। এছারাও ব্রডগ্রেজ লাইনে এ স্টেশনের উপর দিয়ে নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমির, চিলাহাটি থেকে খুনলাগামী আন্তঃনগর রুপসা, সীমান্ত, ঢাকাগামী নীলসাগর, পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রতযান, একতা, কুড়িগ্রম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রামসহ প্রায় ৩৫টি ট্রেন চলাচল করে প্রতিদিন।
এতে দিন রাত এ স্টেশনে হাজার হাজার ট্রেনযাত্রী ট্রেনে ওঠানামা করে। এতে প্রতিদিন সবমিলে রেলওয়ের কোটি কোটি টাকা রাজস্ব আসে। স্টেশনের ৪টি প্লটফরমসহ গোটা স্টেশন এলাকা। এ জংশন শহরের বয়সবৃদ্ধ অনেকে জানান, আমাদের বয়সে অনেক সময় পার হয়েছে, অনেক হরতাল অবরোধ কর্মসূচি ও দেখেছি কিন্ত এই স্টেশনের এরকম পরিস্থিতি দেখা যায়নি। নাম না জানানোর শর্তে স্থানীয় এক রেল কর্মকর্তা বলেন, ভয়ানক করোনাভাইরাসের কারণে রেলের অপরণীয় ক্ষতির পাশাপাশি গোটা দেশ ও দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ