পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিকতায় সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে গেলো পাঁচ শিশু। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের সর্বাত্মক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধানে ১৮ দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তারা ছাড়া পায়। পাঁচ শিশু হলো- প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (৬), নহেন্দ্র ত্রিপুরা (১০), রোকেদ্র ত্রিপুরা (৮) ও দীপায়ন ত্রিপুরা (১৩)। সবাই একই পরিবারের সদস্য। তাদের সুস্থ হয়ে ফিরে আসায় খুশির বন্যা বইছে ত্রিপুরা পল্লীতে।
২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, আমরা সব সময় পাহাড়িদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এর আগেও আমরা এরকম কার্যক্রম পরিচালনা করেছি। এ ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করা হবে না। হাম ও নিউমোনিয়া আক্রান্ত পাঁচ শিশুকে রাঙামাটির দুর্গম এলাকা বাঘাইছড়ির সাজেক থেকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেখানে মারা যায় আট শিশু। সংবাদ পাওয়া মাত্রই সেনাবাহিনী আক্রান্ত এলাকার জনসাধারণের জন্য বরাবরের মতই বাড়িয়ে দেয় তাদের সাহায্যের হাত।
গত ২৪ মার্চ সেনাবাহিনীর একটি চিকিৎসক দল এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তারসহ আট সদস্যের এক বিশেষ চিকিৎসক দল হেলিকপ্টারযোগে উক্ত এলাকায় পৌঁছান। তাদের লক্ষ্য ছিলো, দুই দিনে এই শতাধিক রোগীর চিকিৎসা করা। কিন্তু আক্রান্ত রোগীদের মধ্যে শিয়ালদহ পাড়ার পাঁচ শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার লক্ষ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।