Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে জেলা প্রশাসকের সহযোগিতায় ট্রাক- সিএনজি ও ইজিবাইক চালক সমিতির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

ত্রিপুরা, রামগড় উপজলো সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৮:৪৬ পিএম
করোনার প্রভাবে রামগড় উপজেলায় ৭২৯ জন ট্রাক- সিএনজি ও ইজিবাইক চালক সমিতির সদস্য ও পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সজিব কান্তি রুদ্র। শনিবার (১১ এপ্রিল) শ্রমিকদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় সদস্য ও পরিবারের হাতে ১০ কেজি করে চাউল ত্রাণ হিসেবে তুলেদেয়া হয়।
 
রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা এ প্রতিনিধিকে বলেন- বর্তমানে সারাদেশেরন্যায় রামগড়ে করোনার প্রভাবে ক্ষেতে খাওয়া কর্মজীবি মানুষরা অসহায় হয়ে পরছে। তাদেরে কথা বিবেচনা করে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস  ট্রাক-সিএনজি ও ইজিবাইক চালক ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাত্র। এ ধরনের কার্যক্রম মন্ত্রনালয়ের র্নিদেশক্রমে অত্র উপজেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন  পিআইও মনসুর আহম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী হোসেন, স্থানীয় সংবাদকর্মী, ট্রাক- সিএনজি ও ইজিবাইক চালক সমিতির সদস্য-সদস্যাসহ পরিবারের সদস্য বৃন্দ। 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ