বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা প্রাতিরোধে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় গতকাল শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল ও জনসাধারন যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ মহাসড়ক দিয়ে জরুরি সেবা প্রদানকারী ও ট্রাক-পিকআপ ছাড়া কোন যানবাহন গৌরনদীসহ দক্ষিণাঞ্চলে ঢুকতে দেয়া হচ্ছে না। একই সাথে করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা মাদারীপুর জেলার কোন জনসাধারনকে গৌরনদীতে আসতে দেয়া হচ্ছে না। এমনকি গৌরনদীসহ বরিশালের জনসাধারনকে মাদারীপুরে ঢুকতেও দেয়া হচ্ছে না। এ জন্য ২০ মার্চ থেকে গৌরনদীতে প্রবেশের সকল নৌ-রুট ও স্থল পথ বন্ধ করে দেয়া হয়েছে ।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, যানবাহন চলাচল সীমিত রাখার জন্য উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছে গুড়ি ফেলে থানা পুলিশ পাহারা দিচ্ছে। করোনা প্রতিরোধের জন্য জরুরী সেবায় নিযোজিত গাড়ি ও ট্রাক-পিকআপ ছাড়া কোন বাস, মাইক্রোবাস, মোটর সাইকেল গৌরনদীসহ বরিশালে ঢুকতে দেয়া হচ্ছে না। এমনকি মাদারীপুর ও বরিশাল জেলার কোন মানুষ পায়ে হেটে যাতে ভূরঘাটা ব্রিজ পারাপার না হতে পারে সেদিকে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।