Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে ছেলে বৌমা ও স্মামীর হাতে গৃহবধূ খুন, বৌমা আটক

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৭:৪৬ পিএম

ঈশ্বরদীতে ছেলে বৌমা ও স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছে গৃহবধূ আনজেরা খাতুন (৪৫))। 

ঘটনাটি ঘটেছে আজ বেলা ৩ টায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে। জানাগেছে, নিহত মহিলার স্বামী আজিবার প্রামাণিক (৫০) ছেলে রানা (২৭) ও রানার বৌ ছাদিয়া (২৩) জোরপূর্বক নিহত মহিলার জমি বিক্রয় করার চেষ্টা করে। কিন্তু মহিলা রাজী না হওয়ায় গত কয়েকদিন থেকে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়াঝাটি চলতে থাকে। এরই জের ধরে উল্লেখিত তিনজন রড, বাঁশ ড্রিল দিয়ে আজ অমানুষিক ভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর নিহত মহিলার স্বামী ও ছেলে পালিয়ে গেলেও এলাকাবাসী খুনি বৌমা ছাদিয়াকে আটকে রেখে থানায় সংবাদ দেয়। থানাপুলিশ ঘটনাস্হলে গেলে ছাদিয়াকে পুলিশে সোপর্দ করা হয়। এ সংবাদ লিখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ