বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল নগর ও আগৈলঝাড়া উপজেলা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এরমধ্যে আজ শনিবার বরিশাল নগরের স্টিমারঘাট এলাকা থেকে আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার ও কোতোয়ালি মডেল থানার ওসি মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না। তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, স্থানীয় চৌকিদারের মারফত তারা খবর পান, রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। তবে করোনা ভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধার লাশ পাশে কেউ যাচ্ছে না। পরে পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।