বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের ভৈরব থানার একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় তার ১৫ জন সহকর্মী ও ৫ জন চিকিৎসককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক গণবিজ্ঞপ্তিতে ভৈরব উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্য যেসব স্থানে যাওয়া আসা করতো সেসব স্থানে লাল পতাকা টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, ওই এসআইয়ের সংস্পর্শে আসা সবাইকে নজরদারির আওতায় আনা হবে এবং প্রয়োজনে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, মোট ২২ জনের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭টির ফলাফল পাওয়া গেছে, যেখানে একজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সূত্র: ইউএনবি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।