Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিসের সমালোচনায় দলচ্যুত

নটিংহাম পোস্ট | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিরোধী লেবার পার্টির এক মেয়র। ডার্বিশায়ারের হ্যানোরের মেয়র শীলা ওকস সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে দলচ্যুত হলেন। শীলা ওকস লিখেছেন দুঃখিত, তিনি (জনসন) এটির (করোনা সংক্রমণ) পুরোপুরি প্রাপ্য এবং তিনি আমাদের মধ্যে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী।
পরে শীলা ওকস অপ্রত্যাশিতভাবে ক্ষমা চেয়েও রেহাই পাননি। লেবার পার্টি তার হুইপ প্রত্যাহার করে তাকে দল থেকে বহিষ্কার করে। তবে একজন স্বতন্ত্র রাজনীতিবিদ হিসেবে পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি তার আসনে বহাল থাকবেন।
উল্লেখ্য, বামপন্থী বহু ট্রোলকারীর মধ্যে ওকস হলেন একজন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। লেবার গ্রুপের এক মুখপাত্র অ্যাম্বার ভ্যালি বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলর শীলা ওকসের মন্তব্যগুলো বিরক্তিকর ও ঘৃণাপূর্ণ বলে মনে করি। স্থানীয় মেয়র হিসাবে তিনি নগরকে প্রতিনিধিত্ব করার সাথে সাথে তার অরাজনৈতিকভাবে আচরণ করা উচিত ছিল। যা চলমান পরিস্থিতিতে স্পষ্টতই ঘটেনি।
আমরা এই ঘটনায় নিন্দা জানাই। আমরা এই ভয়াবহ রোগে আক্রান্ত প্রধানমন্ত্রীর দ্রুত পুনরুদ্ধার কামনা করছি। তিনি ও তার পরিবারের প্রতি ভালোবাসা এবং সংহতি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ