বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা জেলা কারাগার থেকে মুক্তির তালিকায় রয়েছেন ৬১ জন লঘু সাজাপ্রাপ্ত কয়েদি। তাদের তালিকা পাঠানো হয়েছে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) বরাবর। করোনা সংক্রামণ রোধে সরকারের পরিকল্পনা অনুযায়ী লঘু সাজাপ্রাপ্তদের মুক্তির পরিকল্পনার অংশ হিসেবেই করা হয়েছে এ তালিকা।
এসব সাজাপ্রাপ্তদের কারাবাসকালীন আচার-আচরণসহ সার্বিক বিবেচনার পর সম্ভব্য সাধারণ ক্ষমার তালিকাভূক্তি করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে খুলনা জেলা কারাগারে দেড় হাজারের বেশি বন্দি রয়েছেন। যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় আড়াইগুণ বেশি।
খুলনা কারাগারের জেলার তারিকুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রামণ রোধে লঘু সাজাপ্রাপ্ত কয়েদিদের সাধারণ ক্ষমার জন্য খুলনা জেলা কারাগারের ৬১ জন কয়েদির নামের তালিকা কারা মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।