Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজব ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১০:৫০ পিএম

দেশ কিংবা বিদেশ যেখান থেকেই হোক, গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে কাটতি বাড়াতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ পরিবেশন না করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরে তথ্য মন্ত্রণালয়ের জরুরি সেবাদানকারী সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি, দেশে যখনই কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, কোনো দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়, তখন কিছু মানুষ গুজব সৃষ্টি করে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালায়। একইসঙ্গে একটি মহল এ ধরনের গুজব তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধ পরিকর। তাই গুজব তৈরি করার চেষ্টা দয়া করে করবেন না।
তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকেও অনেক ধরনের গুজব তৈরি করা হচ্ছে। বিদেশে যেসব বাংলাদেশি বিভিন্ন কাজে গেছেন তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মধ্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা হয়তো মনে করছেন তারা বিদেশে আছেন বিধায় ধরা ছোঁয়ার বাইরে! যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, সেহেতু বাংলাদেশের নাগরিক যেখান থেকেই অপকর্ম করুক না কেন সরকার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে। কাটতি বাড়াতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
‘আমি সব সংবাদ মাধ্যমের সম্মানিত কর্মকর্তা, সাংবাদিক ভাই- বোনদের অনুরোধ জানাবো, আমাদের লক্ষ্য হবে জনগণ যেন সঠিক সংবাদ ও সঠিক তথ্য পায়। সংবাদের কাটতির জন্য আমরা কেউ যেন জনগণের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হয় এমন সংবাদ পরিবেশন না করি।’
গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সব দেশের মানুষ যখন ঘরে অবস্থান করছে তখন গণমাধ্যমকর্মীরা মানুষের কাছে সংবাদ পরিবেশন করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, এখন মানুষ টেলিভিশন দেখছে এবং টেলিভিশনের মাধ্যমে তথ্য পাচ্ছে। কেবল নেটওয়ার্ক যাতে কোনো জায়গায় ব্যত্যয় না ঘটে সেদিকে নজর রাখবেন। কোনো জায়গায় ব্যত্যয় ঘটলে প্রশাসনের সহায়তা গ্রহণ করবেন।
তথ্যমন্ত্রী জানান, আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা স্ব-স্ব অফিসে দায়িত্ব পালন করবেন। সঠিক সংবাদ পরিবেশন করা এবং করোনা ভাইরাসের কারণে এই দুযোগের এই পরিস্থিতিতে জনগণকে সঠিক তথ্য দেওয়া। একইসঙ্গে মানুষে যাতে সচেতন হয় এবং সরকারি নির্দেশনা মেনে তারা যাতে ঘরে থাকে এ বিষয়গুলো তদারক করার দায়িত্ব।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১০ এপ্রিল, ২০২০, ২:২৪ এএম says : 0
    মন্ত্রী মহোদয় সোশ্যাল মিডিয়া ডিজিটাল বাংলাদেশের সুযোগে ইউটিউবে করোনা ভাইরাসের বিশেষজ্ঞ হয়ে কিছু ব‍্যাক্তি দোকান খুলে বসেছে। এরা আন্তর্জাতিক মানের গবেষক নয়। আন্তর্জাতিক মানের তথ্য উপাপ্ত পরিলক্ষিত হয়নী। আন্তর্জাতিক পরমানু জীবাণু বিজ্ঞানীর তথ্য নেই। এরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মত ইসরাইলের মত চীনের বিরুদ্ধে প্রচারণার ব‍্যাস্থ। এইগুলি গুজব না গজব। মিথ‍্যা প্রচারণার ইন্ডাস্ট্রি ইউটিউব সম্মানিত গুরুত্বপূর্ণ ব‍্যাক্তির ছবি সহ মিথ্যাচারের ফ্রাক্টরী ফ্রি ষ্টাইলে গালাগালী গুজব না গজব। এদের বিরুদ্ধে রাষ্ট্রের শক্তিশালী অভিযান পরিলক্ষিত হয় না কেন??? কত রকমের হুজুর আছে। কত রকমের ওয়াইজ বইয়ান এলেম জ্ঞানকাণ্ডে এক হুজুর আরেক হুজুরের গালগল্প পকৃত অর্থে এদের কর্মকান্ডে ইউটিউবে হুজুরদের প্রতিযোগিতামূলক উস্কানি মুলক ইসলাম বিদ্বেষী প্রসূত ওয়াইজের রাষ্ট্রের জবাবদিহি নেই। এইগুলো কি আজাব কিনা। বাংলাদেশে গুজব ছড়ালে ব‍্যবস্থা মন্ত্রী মহোয়দ বলতে হবে কেন। আইন শৃংখলা বাহিনী কে কঠিন কঠোর নির্দেশ সময়ের দাবী। কারণ শৃংখলার জন্যে শাসন জরুরী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ