বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রিকশা-অটোরিকশাসহ সবধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিলেটে। শবে বরাতে জনসমাগম রুখতে মাত্র দুদিনের (বৃহস্পতি ও শুক্রবার) জন্য এ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) কাজী এম এমদাদুল ইসলাম এর নির্দেশনা জারির পর বুধবার রাতে এ ব্যাপারে মাইকিংও করা হয় নগরীতে । ফলে আজ ও আগামীকাল সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে সিলেটে। তবে রোগীবহনকারী অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকেই দেশে বন্ধ রয়েছে গণপরিবহন । সাধারণ ছুটি ঘোষণা করে লোকজনকে ঘরে থাকারও আহ্বান জানিয়েছে সরকার। তবু অনেকেই বেরিয়ে আসছেন রাস্তায়। রিকশা-অটোরিকশাসহ কিছু যানবাহন চলাচল করছে নগরীতে। আজ শবে বরাতের রাতে এসব যান চলাচল ও জনসমাগম বাড়তে পারে এমন শঙ্কায় সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।