পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাংবাদিকদের নিরাপত্তায় সরঞ্জামাদি ও বিশেষ প্রণোদনা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন এ নোটিস পাঠান। নোটিসে তথ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতর ও বাংলাদেশ করোনা প্রতিরোধ সেলকে বিবাদী করা হয়েছে। নোটিস প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে প্রতিকার চাওয়া হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয়েছে। নোটিসের বিষয়ে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন বলেন, করোনা প্রকোপে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে কাজ করছেন সাংবাদিকরা। তথ্য সংগ্রহ, সংবাদ সরবরাহ করতে গিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
গণমাধ্যম কর্মীদের সর্বত্র বিচরণের কারণে তাদের ঝুঁকিও বেশি। তাদের নিরাপত্তা, পিপিইসহ সরঞ্জাম প্রদান এবং তাদের জন্য বিশেষ প্রণোদনা দেয়া অত্যন্ত জরুরি। বিষয়টি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নিরাপত্তা সরঞ্জাম এবং প্রণোদনা চাওয়া হয়েছে। অ্যাডভোকেট লিংকন আরো বলেন, যেহেতু করোনাভাইরাসের সুনির্দিষ্ট কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি । সামাজিক সচেতনতাই এই ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত একমাত্র স্বীকৃত পন্থা হিসেবে পরিগণিত হয়েছে এবং এই সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য যারা সবচেয়ে বেশি অবদান রাখছেন তারা হচ্ছেন সংবাদ কর্মীরা। বিশে^র সঙ্গে আমরাও করোনা প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং এই যুদ্ধের অগ্রভাগে ডাক্তার ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক সমাজ। করোনা সংক্রান্ত আপডেট আমরা পাচ্ছি ঘরে বসেই। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সমাজে জন সচেতনতা সৃষ্টি হচ্ছে। আশা করছি আমরা জয়ী হব। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। তাই তাদের জীবন এবং আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা রাষ্ট্রের জন্য একান্ত আবশ্যক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।