Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৫০ জনকে জরিমানা

অনর্থক ঘোরাঘুরি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

বিনাপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন র‌্যাব ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে র‌্যাবের পৃথক তিনটি টিম। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র‌্যাব-৩ এর পলাশ বসু ও র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়।
র‌্যাবের লিগ্যার অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করায় ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ