Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আইজিপি হচ্ছেন বেনজীর র‌্যাব প্রধান মামুন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

নতুন পুলিশ প্রধান পাচ্ছে বাংলাদেশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন। আর র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এই তথ্য নিশ্চিত করেন। তবে বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে একটি মুসলিম দেশের রাষ্ট্রদূত করা হচ্ছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক ইনকিলাবকে বলেন, সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বর্তমান আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ। তিনি হবেন বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি। ১৯৮৮ সালের দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ডিএমপির পুলিশ কমিশনার ছিলেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকার জন্য তিনি একাধিকবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক এবং প্রেসিডেন্ট পুলিশ পদক লাভ করেন।

জানা গেছে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছরের মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর পুর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।



 

Show all comments
  • Dewan Suman ৮ এপ্রিল, ২০২০, ২:১১ এএম says : 2
    বেনজীর আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে অভিনন্দন
    Total Reply(0) Reply
  • Feroz Khan ৮ এপ্রিল, ২০২০, ২:১৩ এএম says : 0
    আপনাদের প্রতি সরকারি দল নয়, দেশের জনগণের জন্য কাজ করার অনুরোধ রইলো
    Total Reply(0) Reply
  • Mohammed Iqbal Hossain ৮ এপ্রিল, ২০২০, ২:১৫ এএম says : 0
    বিশ্ব এবং দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে যথাযথ ভুমিকা পালন করতে হবে।
    Total Reply(0) Reply
  • Nasim Khan ৮ এপ্রিল, ২০২০, ২:১৫ এএম says : 2
    Congratulations
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ