Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভিড় এড়াতে বন্ধ ওএমএস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৯:৪০ পিএম

ভিড়ে সামাজিক বিচ্ছিন্নকরণ ব্যাহত হওয়ায় চট্টগ্রামের হাটহাজারীতে ওএমএস কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার হাটহাজারীর অদুদিয়া মাদরাসা মাঠে খাদ্য বিভাগের ১০ টাকা কেজিতে চাল কিনতে আসা মানুষের প্রচন্ড ভিড় লেগে যায়। এতে হিমশিম খান খাদ্য অধিদফতরের লোকজন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় তিনি সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় করা লোকজনকে বাসায় ফেরত পাঠান। 
ইউএনও জানান, চাল বিক্রির স্থানে ত্রাণ বিতরণের গুজবে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে নির্দিষ্ট এলাকায় চাল বিক্রি না করে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করবে খাদ্য বিভাগ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ